ভালোবাসায় দৈনিক আজাদী মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম

| রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৮ পূর্বাহ্ণ

পাঠকনন্দিত পত্রিকা বলতেই ‘দৈনিক আজাদী’কে চিনি। ১৯৬০ সাল থেকে আজ পর্যন্ত নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সকলের হৃদয় স্থান করে নিয়েছে দৈনিক আজাদী। সুন্দর ও সহজ ভাষায় দেশ বিদেশের সকল তথ্য পত্রিকার মাধ্যমে সবার নিকট পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক। যার অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আজকে দেশের মানুষদের ভরসার পত্রিকা দৈনিক আজাদী। সময়ের সাথে আধুনিকতার ছোয়ায় সংবাদ পত্রের বিভিন্ন আধুনিকতা থাকলেও সহজ ও সঠিক তথ্যের মাধ্যমে সবার নিকট সংবাদ পৌঁছে দিয়েছে। জনগণের স্বার্থ রক্ষায় খুবই গুরত্বপূর্ণ ভূমিকা ছিলো এই পত্রিকার। সমাজের মানুষদের কাছে আমাকে লেখক হিসেবে পরিচিত করিয়ে দিয়েছে দৈনিক আজাদী। পত্রিকার ৪র্থ পাতায় ‘সুখে দুখে ফেসবুকে’ শিরোনামে যখন নিজের কোনো লিখা প্রকাশিত হতো তখন মনে মনে খুব খুশি হতাম। আর শুকরিয়া আদায় করতাম আল্লাহ্‌ ও রাসূল(স)’র দরবারে। দৈনিক আজদীর মাধ্যমে তৈরি হয়েছে হাজার হাজার লেখক। যারা দেশের সার্বিক বিভিন্ন বিষয় গবেষণা করে মানসম্মত লিখা দৈনিক আজাদীর মাধ্যমে জানিয়ে দেয়। দৈনিক আজাদীর ৬২ তম বর্ষপূর্তি ও ৬৩ তে পদার্পণ যা চট্টগ্রাম সহ দেশের সকলের জন্য খুশির বার্তা। দৈনিক আজাদীর জন্য রইল শুভ কামনা, আগামীতে আরো প্রচার ও প্রসার হোক।

পূর্ববর্তী নিবন্ধমহাদেবী ভার্মা : নারীবাদী লেখিকা
পরবর্তী নিবন্ধআজাদীর জন্য ভালোবাসা