ভালোবাসার আজাদী

দীপান্বিতা চৌধুরী

| সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৬ পূর্বাহ্ণ

ভালোবাসার আজাদী। প্রথমেই বিনম্র শ্রদ্ধা জানায় দৈনিক আজাদীর গুণী কাণ্ডারীদের। এবং আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ যাঁর কাছে, যিনি আমার কলমকে অকৃত্রিম উৎসাহ দিয়ে গেছেন তিনি হলেন আমার পরম শ্রদ্ধেয় স্যার রাশেদ রউফ। দৈনিক আজাদীতে আমার প্রথম লেখা প্রকাশ স্যারের উৎসাহের জন্যই সম্ভব হয়েছিল। অনবদ্য সত্য হলো এই, দৈনিক আজাদী মৃন্ময় হয়ে মাটি ও মানুষের কথা বলে। দৈনিক আজাদী হলো সেই জলাশয় যেটা ভরাট করে রাস্তা বানালে দুঃখ স্মৃতি হারিয়ে যায়। সেই জল, যা গুচ্ছ গুচ্ছ সময়ের অভিজ্ঞতা, তাঁর যোগ্য রাজহাঁস সে নিজেই তৈরি করে নেয়। আজাদী হলো সেই সত্য যা নির্ভিকভাবে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শান্তি প্রতিষ্ঠার পথচলা। ঐক্য স্থাপনে দৈনিক আজাদী অবিচল। প্রথম সকালের প্রথম ভাবনায় তুমি। আর, আমি মনে করি দৈনিক আজাদী হলো নতুন লেখকদের কলমের প্লাটফর্ম।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর প্রতি ভালোবাসা
পরবর্তী নিবন্ধআজাদীর জন্য ভালোবাসা