বড়পুলে ফেনসিডিলসহ দুই পাচারকারী আটক

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে হালিশহরসহ বিভিন্ন এলাকায় পাচার করে আসা ২ মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে ২৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গত ১ এপ্রিল তাদের আটক করা হয়। আটকরা হলেনমো. রানা মিয়া (৩৩) ও মো. অনিক হোসেন (১৬)। তারা দুজনই কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার বাসিন্দা। গতকাল রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে বড়পুল এলাকায় অভিযান চালিয়ে ২৯৪ বোতল ফেনসিডিলসহ মো. রানা মিয়া ও মো. অনিক হোসেনকে আটক করা হয়েছে। তাদের থেকে উদ্ধার করা ফেনসিডিলের মূল্য প্রায় ৩ লাখ টাকা। আটক রানা মিয়ার বিরুদ্ধে বন্দর থানায় একটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তাদের দুজনকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেন্টালি টর্চার্ড হয়েছি, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি : প্রভা
পরবর্তী নিবন্ধদুবাইয়ে গাড়ির ধাক্কায় রাউজানের এক ব্যক্তির মৃত্যু