ব্র্যান্ডিং বাংলাদেশ চিত্র প্রদর্শনী উদ্বোধন

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

রাসেল আহমদ চৌধুরী পেশায় একজন ব্যাংকার। শখের বশে ছবি তুলেন। প্রকৃতি তার পছন্দের বিষয়। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের প্রতিটি কোণে লুকিয়ে আছে সৌন্দর্যের নানা উপাদান। প্রাণ প্রাচুর্যে ভরপুর বাংলার রূপ বৈচিত্র্য তুলে ধরেন রাসেল তাঁর ক্যামেরায়। সেই সমস্ত ছবি নিয়ে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শিরোনামে তিনি চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে চিত্রশালা গ্যালারির দোতলায় দুইদিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন। গতকাল বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন যুগ্মসচিব এবং বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী।
আলোকচিত্রী রাসেল আহমদ জানান, এ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ছবির মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া ও বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নকে বিকশিত করাই আমার এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রদর্শনী আজ শনিবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।

পূর্ববর্তী নিবন্ধসিক্সটিন ডেইজ অফ একটিভিজম: ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’
পরবর্তী নিবন্ধসাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের সভা