ব্যান্ড সংগীতের ইতিহাসে আইয়ুব বাচ্চু চির অমর হয়ে থাকবেন

স্মরণসভায় বক্তাদের অভিমত

| রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৯:১৮ পূর্বাহ্ণ

চাট্‌গাঁইয়্যা নওজোয়ানের উদ্যোগে গত সোমবার মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশের ব্যান্ড জগতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর ৩য় মৃত্যুবার্ষিকী ও সংগঠনের সদ্য প্রয়াত কার্যকরী সদস্য সাফাত ইব্রাহিমের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। সংগঠনের সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সঙ্গীত শিল্পী এসআই টুটুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর আনজুমান আরা, স্পাইডার ব্যান্ডের প্রতিষ্ঠাতা জেকব ডায়াস, রেহানা বেগম রানু, যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি প্রবীর দত্ত সাজু, মোহাম্মদ আলী, শ্যামল মিত্র, মোহাম্মদ সাহাবুদ্দীন, ইকবাল হায়দার, মঈনউদ্দিন আহমেদ, ইয়াসির আরাফাত, জাফর ইকবাল, সাজেদুল আলম মিল্টন, মান্নান কাওয়াল, ইসিলাস ইলু, আনোয়ার হায়দার রাজিন। এতে আরো উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, রকিবুল হাসান সোহেল, মোহাম্মদ মঞ্জুর আলম, জানে আলম জনি, রায়হান সুলতানা নিহা, শিমা সেন, রেজাউল করিম মানিক, ওমর আলী রনি, আবুল কালাম, আব্দুর রাজ্জাক, নুরুজ্জামান চৌধুরী প্রমুখ। এতে বক্তারা বলেন, আইয়ুব বাচ্চুর অকাল মৃত্যুতে দেশের সংঙ্গীতাঙ্গনে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। ব্যান্ড সংগীতের মাধ্যমে তিনি মানুষের জীবনের ভাল-মন্দ, সুখ দুঃখের বাস্তবতাকে ধারণ করেছেন। এ কারণেই তিনি অনেক শিল্পীর চেয়ে ব্যতিক্রম। ব্যান্ড সংগীতের ইতিহাসে আইয়ুব বাচ্চু অমর হয়ে থাকবেন চিরকাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
পরবর্তী নিবন্ধফখরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল