ব্যাকুলতা

রাহগীর মাহমুদ | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১:০৭ পূর্বাহ্ণ

আমাকে ভুলে যেতে ইচ্ছে করে? বেশতো ভুলে যাও!
আমার কোন অভিযোগ নেই তোমাকে নিয়ে!
আমাকে দূরে রাখতে ইচ্ছে করে? বেশ তো দূরে রাখো!
আমার কোন অভিমান নেই তোমাকে নিয়ে!
আমাকে ঘৃণা করতে ইচ্ছে করে? বেশ তো ঘৃণা করো!
আমার কোন অনুযোগ নেই তোমার কাছে!
আমি এখন ভুলে গেছি অভিযোগ কী?
আমি এখন ভুলে গেছি অভিমান কী?
আমি এখন ভুলে গেছি অনুযোগ কী?
আমি এখন ভুলে গেছি ভালোবাসা কী?
আমি এখন ভুলে গেছি ভালো থাকা কী?
আমি এখন ভুলে গেছি মনে রাখা কী?
আমি এখনো ভুলে যাইনি প্রশ্ন করতে!
আমি এখন ভুলে গেছি প্রশ্নের উত্তর শোনার সেই পরম
মধুর ব্যাকুলতাকে!

পূর্ববর্তী নিবন্ধনারী
পরবর্তী নিবন্ধআগে জানতাম না