ব্যাংকিং সময় পরিবর্তন করা হোক

| রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

সামনে শীতের মাস। এখন থেকে শীত ধীরে ধীরে আসতে শুরু করেছে। সকাল ৯ টায় ব্যাংকিং সেবা নিতে আসলে খুব বেশি গ্রাহক আসেন না। তাই এতো সকাল বেলা ব্যাংকিং সময় দেওয়া অযৌক্তিক। এতে বিদ্যুৎ ব্যয়ের কী সাশ্রয় হচ্ছে তা সংশ্লিষ্ট ব্যক্তিদের দেখা দরকার।
ব্যাংকে যারা আসেন অধিকাংশ লোকজন ব্যবসায়ী টাকা-পয়সা আছে এমন। উনারা ঘুম থেকে উঠেন দশটায় ব্যাংকে আসবেন ১টার পর ফলে তিনটায় লেনদেন বন্ধ করার নির্দেশ থাকলেও ৬টা বাজেও কিছু ব্যবসায়ী আসেন। ব্যাংকিং ব্যবসা এখন খুব প্রতিযোগিতামূলক বিদায় কেউ তার গ্রাহককে অসন্তোষ করতে চায় না। বাধ্য হয়ে গ্রাহকের আবদার মেটাতে ৬টা বাজেও টাকা রিসিভ করতে হয়। অতঃপর ব্যাংক বন্ধ করতে করতে ৮/৯ টা বাজে। তাহলে লাভটা আসলে হলো কোথায়! সেটা আমাদের মতন সাধারণের বোধগম্য না।
একজন ব্যবসায়ি চাইলেই তো দুটো-তিনটের মাঝে তার ব্যবসায়িক লেনাদেনা শেষ করতে পারে না। তাকে দোষ দেবারও কায়দা নেই। শীতের কুয়াশার মাঝে কে বা নয়টায় ব্যাংকে আসবে! আর শীতের দিন এমনিতেই ব্যাংকের এসি বন্ধ থাকে বিদায় প্রচুর বিদ্যুৎ সাশ্রয় হবে। ফলে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন ব্যাংকিং সময় পূর্বের জায়গায় ফিরিয়ে আনা হোক। এটি সকলের জন্য মঙ্গলজনক হবে বলে আশা করি।

সিরাজুল মুস্তফা
চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধপ্রবাল চৌধুরী : সঙ্গীতাকাশে এক উজ্জ্বল নক্ষত্র
পরবর্তী নিবন্ধনায়কহীন