বোয়ালখালী টেম্পো রুটে চাঁদাবাজির অভিযোগ

প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে প্রায় ৪ লক্ষাধিক জনগণের যাতায়াতের জন্য বিআরটিসি’র ৪টি বাস ছাড়া অন্য কোনো বাস সার্ভিস নেই, যে দুটি ট্রেন রয়েছে তাও একেবারেই অনিয়মিত। বিগত এক দশক ধরে টেম্পো ও অটোরিকশাই একমাত্র ভরসা। তাও আবার মাঝে-মধ্যে বন্ধ থাকে চাঁদাবাজদের উৎপাতে। প্রশাসনের দৃঢ় হস্তক্ষেপে বিগত বেশ কয়েক বছর সুষ্ঠুভাবে চলাচল করলেও বর্তমানে এক কাউন্সিলরের ছত্রছায়ায় এ চাঁদাবাজরা এখন আরো বেশি বেপরোয়া। এখন চাঁদাবাজ ও চালক-হেলপারদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা চলছে। বিরাজ করছে চরম উত্তেজনা। যেকোনো মুহূর্তে ঘটতে পারে অঘটন। বন্ধ হয়ে যেতে পারে টেম্পো চলাচল। এতে দুর্ভোগে পড়তে পারে এখানকার যাত্রীরা। এ লাইনের টেম্পো চালক মফিজুর রহমান বলেন, কালুরঘাট ব্রিজের বর্ধিত টোল ও ভঙ্গুর দশার কারণে গাড়ি চালিয়ে এমনিতেই পোষায় না; এর উপর চাঁদাবাজদের দাবি মেটাতে গিয়ে পরিবার পরিজন নিয়ে অনেক সময় উপোস থাকতে হয়। সারাদিন হাঁড়ভাঙা পরিশ্রম করে গাড়ি চালিয়ে রাতে খালি হাতে বাড়ি ফিরতে হয়। চট্টগ্রাম অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কালুরঘাট শাখার সহ সভাপতি মোঃ নুরুল আজিম এর সত্যতা স্বীকার করে দৈনিক আজাদীকে বলেন, এ লাইনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ১৪৪১/৯০ নম্বরের রেজিস্ট্রেশনযুক্ত একটা শ্রমিক সংগঠন রয়েছে। এলাকাবাসীর প্রতি কিছুটা দায়বদ্ধতা থেকেই সংগঠনটির নির্বাচিত প্রতিনিধিদের তত্ত্বাবধানে এ লাইনটি সুচারুরূপে এতদিন পরিচালিত হয়ে আসছে। কিন্তু গত কিছুদিন ধরে এলাকার একজন পৌর কাউন্সিলরের ছত্রছায়ায় কয়েকজন সন্ত্রাসী হঠাৎ চাঁদাবাজি শুরু করে দিয়েছে লাইনটিতে। তাদের দাবি না মেটালে তারা শ্রমিকদের পথেঘাটে মারধর করে যাচ্ছে। ব্যাপারটি আমরা স্থানীয় প্রশাসনকে অনেকবার জানিয়েছি। সে সময় এদের ২/১ জনকে র‌্যাব হাতেনাতে আটক করে জেলেও পাঠালেও এখন জেল থেকে বেরিয়ে এসে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। তাই আমরা এলাকার চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম বলেন, এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আহত ইউপি সদস্যের ভাইয়ের মৃত্যু