বোয়ালখালীতে ১২ ঘণ্টার ব্যবধানে করোনায় পিতা-পুত্রের মৃত্যু

আজাদী অনলাইন | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ৪:০৪ অপরাহ্ণ

আগের দিন রাত নয়টায় মৃত্যুবরণ করেন পিতা আবু সৈয়দ চৌধুরী (৮০), পরদিন সকালে মারা গেলেন ছেলে মো. আলমগীর (৩৫)। বোয়ালখালীর চরখিজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পিতা-পুত্র দুইজনই করোনা আক্রান্ত ছিলেন বলে জানান তাদের স্বজন তানভীর হাসান। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুই সদস্যের মৃত্যুতে হতবাক পরিবার। তানভীর হাসান বলেন, গত ২২ জুলাই মামাতো ভাই মো. আলমগীরকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ভর্তি করা হয় মামা আবু সৈয়দ চৌধুরীকে। হাসপাতালে ভর্তির ৪ দিন পর গতকাল (২৭ জুলাই) রাত নয়টায় মারা যান তিনি। আজ (২৮ জুলাই) দুপুর ১১টায় দাফন সম্পন্ন করার আগেই খবর আসে জেনারেল হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় মারা গেছেন মামাতো ভাই আলমগীরও।-বাংলানিউজ

এদিকে, সকাল ১১টার পিতাকে দাফন করার পর ছেলের দাফন প্রক্রিয়া শুরু হয় বলে জানিয়েছেন চরখিজিরপুরের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা বেগম। তিনি বলেন, গাউছিয়া কমিটি ও নিষ্ঠা ফাউন্ডেশনের সহযোগীতায় পিতা-পুত্রের দাফন কাজ চলছে। আসরের নামাজের পর আলমগীরের জানাজা ও দাফন সম্পন্ন হবে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা থানা ছাত্রলীগের ফ্রি করোনা টিকার রেজিস্ট্রেশন সেবা
পরবর্তী নিবন্ধ১ ও ৪ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক