বোয়ালখালীতে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২০

আজাদী অনলাইন | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৮:৪২ অপরাহ্ণ

বোয়ালখালীতে বকেয়া বেতনের দাবিতে দিনভর বিক্ষোভ করেছেন রিজেন্ট টেক্সটাইল শ্রমিকরা। বিক্ষোভের একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ঘে জড়ান তারা।

আজ সোমবার সকালে বোয়ালখালীর পূর্ব কালুরঘাটে রিজেন্ট টেক্সটাইলে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে জড়ো হন। পরে তারা সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা তখন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আকতার।

রিজেন্ট টেক্সটাইলের শ্রমিক হাসান রিফাত বলেন, রিজেন্ট টেক্সটাইল মিলে দেড় হাজার শ্রমিক কাজ করি। দুই মাসের বেতন বকেয়া রেখেই গত ১৬ মার্চ কারখানা বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। আন্দোলনের মুখে শ্রমিকদের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেন মালিকপক্ষ। নির্ধারিত তারিখে শ্রমিকরা বেতন নিতে আসলে কর্তৃপক্ষ আবারও গড়িমসি করে ৪ এপ্রিল সোমবার কারখানায় আসতে বলেন। মালিকপক্ষের কথামতো আজ (সোমবার) কারখানায় আসি। তবে উপস্থিত শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ।

শ্রমিক আজমত উল্লাহ বলেন, ‘আজ বেতন দিবে বলে ডেকে এনে পুলিশ দিয়ে পিটিয়ে আমাদের রক্ত ঝরিয়েছে। এ রোজার মাসে এমন অমানবিক নির্যাতন কোনো মানুষ করতে পারে না। দুই মাসের বেতন দেয়নি। আমরা খাবো কি ? তাই সুষ্ঠু সমাধানের জন্য আজ অবরোধে নেমেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আকতার বলেন, ‘উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। এখনো কোনো সমাধান হয়নি।’

পূর্ববর্তী নিবন্ধরশিদ ছাড়া কলা, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রি করায় জরিমানা
পরবর্তী নিবন্ধনকল করতে না দেওয়ায় শিক্ষককে চবি ছাত্রলীগ নেতার হুমকি