রশিদ ছাড়া কলা, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রি করায় জরিমানা

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৮:২৯ অপরাহ্ণ

লোহাগাড়া সদর বটতলী স্টেশনে অভিযান চালিয়ে দুই মামলায় ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

অভিযানে ২৪ রেস্টুরেন্টের মালিক জহির ইসলামকে ১০ হাজার টাকা ও কলার আড়তদার মো. ইউনুছকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রির দায়ে ২৪ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও রশিদ ছাড়া কলা বিক্রি করায় আড়তদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কলা, শশা, তরমুজ ও ডিম বিক্রেতাসহ সকল দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শন করে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে দ্রব্যমূল্যের উর্ধগতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২০