বোয়ালখালীতে আগুনে পুড়েছে ৩ বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১২:১৭ অপরাহ্ণ

বোয়ালখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ভস্মিভূত হয়েছে ৩ বসতঘর। গত রোববার মধ্যরাতে পশ্চিম শাকপুরা সদারাম পাড়ার হরিমোহন চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত রাতের খাবার শেষ করে ঘুমিয়েছিলেন বাড়ির বাসিন্দারা। আগুনের উত্তাপে মাঝরাতে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় তাদের আর্তচিৎকারে আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে এলাকাবাসী। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকেও। বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে গেছে দিনমজুর কাজল চৌধুরী, সজল চৌধুরী ও সুভাষ চৌধুরীর বসত ঘর। এতে মূল্যবান কাগজপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এদিকে অগ্নি নির্বাপণে কাজ করতে গিয়ে এলাকার সুবল চৌধুরী (৩৫), অরবিন্দু দাশ (৪৯), রুবেল চৌধুরী (২৮) ও অসীম চৌধুরীসহ ৪ জন আহত হয়েছেন। তদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক উৎস জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দুই বিদ্যুৎ কর্মী আহত
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার