বোধনের আয়োজনে ‘অনুপম সময়’

| রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের রচিত কবিতা-অনুবাদ কবিতা-প্রবন্ধ-গবেষণা- জীবন আলেখ্য নিয়ে আয়োজন করা হয়েছে ‘অনুপম সময়’। গতকাল শনিবার জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন ড. অনুপম সেন। পরে কথামালায় ড. অনুপম সেনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুবুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও সমাজতাত্ত্বিক ড. ওবায়দুল করিম দুলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মহিবুল আজিজ, বন্দর মহিলা কলেজের উপাধ্যক্ষ কবি সেলিনা শেলী, ড. অনুপম সেন তনয়া ইন্দ্রাণী সেন। এ সময় আবৃত্তি পরিবেশন করেন শিমুল নন্দী, মাইনুল আজম চৌধুরী, মোহিনী সংগীতা সিংহ, লাভলী আক্তার নিশাত, রাজিউর রহমান বিতান, তূর্ণা দাম, উর্মি চৌধুরী, মৃত্তিকা চক্রবর্তী, ইতু সাহা, সুতপা মজুমদার এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম, অনিমেষ পালিত, ঝলক কুমার লোভন, সেতার রুদ্র, জয়শ্রী মজুমদার জয়া, আরমান আজাদ এবং হিমানী মজুমদার। অনুষ্ঠানে কবি আলী প্রয়াসের রচনা ও সম্পাদনায় অনুপম সেনের জীবন আলেখ্য পাঠ করেন প্রবীর পাল, তৈয়বা জহির আরশি, জাভেদ হোসেন, রমিজ বাবু এবং রীমা দাশ। প্রবন্ধ পাঠ করেন আবৃত্তিশিল্পী শিমুল নন্দী এবং পিউ সরকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়নিজমের আলোকমশাল নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে
পরবর্তী নিবন্ধস্বদেশের মৃত্যুঞ্জয়ী মুজিব