বৈশাখে

সুজন দাশ | বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

বৈশাখে গাছে গাছে ঝুলে পাকা আম,

পেকে ওঠে আনারস লিচু আর জাম।

কাঁঠাল পেয়ারা আর পাকে কদবেল,

কামরাঙা জলপাই পেকে ওঠে বেল।

সুস্বাদু যত ফল এই মাসে পাকে,

তরমুজ সুর তোলে গরমের বাঁকে!

তীব্র খরায় কাঁপে ধরনীর প্রাণ,

সূর্য ছড়ায় নাকে রৌদ্রের ঘ্রাণ।

বৈশাখ দিয়ে হয় বছরের শুরু,

ছোটে মেঘ চারদিকে ডাকে গুরু গুরু!

ধেয়ে আসে প্রচন্ড বৈশাখী ঝড়!

ভেঙে যায় গাছপালা ভাঙে বাড়ি ঘর।

রুদ্রমূর্তি তার দেখে লাগে ভয়,

ক্ষতি করে ঘরবাড়ি প্রাণ সংশয়

চৌচির মাঠ ঘাট জ্বলে দাবানল,

গরমেতে হাঁসফাঁস চায় সবে জল।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখী মেলা
পরবর্তী নিবন্ধবৈশাখী আবাহনে