বৈশাখী আবাহনে

কেশব জিপসী | বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

বৈশাখী গান শুনি মেহগনি ডালে,

হরগোজা ফুলে মালা গাঁথবার কালে।

বৈশাখী রঙ দোলে নিমপাতা ফুলে,

দিল খোলা হাওয়া বয় শঙ্খের কুলে।

বৈশাখী রুম ঝুম বট মূলে বাজে,

লোকে লোকারণ্যে করতালি মাঝে।

বৈশাখী ঢাক বাজে ঢুলিদের কাঁধে,

বউঝিরা নাড়ু চিড়া মোয়া মুড়ি বাঁধে।

বৈশাখী আলপনা কিশোরীর গালে,

মঙ্গল যাত্রায় মিলবার কালে।

বৈশাখী সাজ পরে উল্লাসে মাতে,

মন খোলা উৎসবে হাত ধরে হাতে।

বৈশাখী মেলা জুড়ে কুলা পাখা হাঁড়ি,

কৃষাণীর হাতে বোনা পণ্যের সারি।

বৈশাখী আবাহনে বুক ভরা আাশা,

প্রাণে প্রাণে জেগে উঠে প্রেম ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখে
পরবর্তী নিবন্ধখুশির ঝর্ণা ঝরে