বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবি

বাশিস শিক্ষক সমাবেশ

| রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৮:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার নতুন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে গত ২০ জানুয়ারি চট্টগ্রাম রোটারী সেন্টার মিলনায়তনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি এমএ ছফা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক শাখার প্রধান উপদেষ্টা মো. মুহিব্বুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন গোলাম রহমান, কমল কান্তি ভৌমিক, মো. সাইফুল ইসলাম চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোস্তফা, অধ্যক্ষ নাসির উদ্দিন শ্যামলেন্দু দাশ, ওমর ফারুক, মঈন উদ্দিন, নজরুল ইসলাম, আজিজুল করিম, বাদল কুমার প্রমুখ। নেতৃবৃন্দ শিক্ষকদের সরকারিবেসরকারি বৈষম্য দূরীকরণ, শতভাগ উৎসব ভাতা, বেসরকারি শিক্ষকদের পেনশন চালুকরণ তথা চাকুির জাতীয়করণের দাবি জানান। সমাবেশ শেষে নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে এম.. ছফা চৌধুরী সভাপতি, কমল কান্তি ভৌমিক সচিব এবং মো. সাইফুল ইসলাম চৌধুরী নির্বাহী সচিব নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন মো. আবদুস ছাত্তার মজুমদার, মো. নাসির উদ্দিন, হোসাইনুল ইসলাম মাতবর, মো. রফিক, এ এম ইমতিয়াজ, বিম্বিসার খীসা, মো. তৌহিদুল ইসলাম, মো. শাহজাহান, মো. আবদুল হান্নান, মো. আলমগীর কবির, মো. জাহাঙ্গীর আলম, মো. নজরুল ইসলাম, শিবলী শান্তি চাকমা, মো. আবুল হাশেম, গোলাম মহি উদ্দিন, রুনেন্দু দে, অংপ্রু মারমা, আজিজুল করিম, এ কে এম হারুন, বিপ্লব বড়ুয়া, মো. ইব্রাহিম, রোগন আরা বেগম, মো. রেজাউল করিম, এম.এ মোমিন হাজারী, মো. খাইরুল বাশার, পথিক চন্দ্র দে, মো. শফিউল আলম,মো. মজিবুর রহমান, মো. ঈমান আলী, মো. মোজাহেরুল ইসলাম, মো. নাজমুচ ছাকেব। আবদুল মাবুদ, মো. জাহাঙ্গীর হোসেন মো. আমিনুল হক, রনজিত চক্রবতী, দিলীপ কুমার চাকমা, বিপিন বিকাশ চাকমা, মো. আইয়ুব, মো. এনামুল হক ,মো. মুশফিকুর রহমান চৌধুরী, মুহাম্মদ মুনিরুল আনোয়ার,মো. আবদুস সালাম, মোহাম্মদ শফি, মো. নাসিম, মো. আবুল হাশেম,দীন মোহাম্মদ, পলাশ সেন, নাসিমা আকতার, শামীম আরা পারভিন,মো. শাহজাহান, জাহাঙ্গীর আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধই-লাইব্রেরি বিচার বিভাগের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে
পরবর্তী নিবন্ধখিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী