বেশি বেশি করে বই পড়ুন

| বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বই মানুষকে মহান করে। জ্ঞান আহরণ করতে চাইলে প্রচুর পরিমাণ বই পড়তে হবে। বইয়ের তুলনা অন্য কোন কিছুর সাথে হতে পারে না। একটি বই লেখকের আহরিত জ্ঞান, অভিজ্ঞতা জীবন দর্শনের সমষ্টি। নিউটন, গ্যালিলিও, আইনস্টাইন কিংবা রবীন্দ্র-নজরুল-আনিসুজ্জামানসহ বিখ্যাতদের বড় হওয়ার পেছনে একটাই গল্প।
আর সেটি হলো বই পড়া। বই আমূল পরিবর্তন নিয়ে আসে জীবন দর্শনে। উন্মুক্ত করে মুক্ত বুদ্ধি চর্চার দ্বারকে বৃদ্ধি করে সৃজনশীলতা ও নৈতিকতা। জগতের মহান ব্যক্তিরা সবাই বইপ্রেমী। বিশ্বের শ্রেষ্ঠ ধনী বিল গেটস প্রতিবছর শতাধিক বই পড়েন। ওয়ারেন বাকেট প্রতিদিন একটি বই পড়েন। বড় বড় রাজনৈতিক নেতাদের কারাজীবনের একমাত্র সঙ্গী ছিল বই। আমাদের উচিত জ্ঞান-বিজ্ঞান, শিল্প সাহিত্য, ইতিহাস, দর্শন ইত্যাদি জ্ঞানের মহাসাগরে বিচরণ করা। বই জ্ঞানের উৎকর্ষতা নির্মাণের হাতিয়ার। যারা বই পড়েন, তারা পৃথিবীকে জানতে বুঝতে পারেন। আনন্দে থাকেন।
এম.এ. গফুর, বলুয়ারদীঘির দক্ষিণ-
পশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব নাট্য চর্চায় চিরস্মরণ্য বের্টোল্ট ব্রেখ্‌ট
পরবর্তী নিবন্ধমশার জ্বালা