মশার জ্বালা

প্রদীপ ভট্টাচার্য্য | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

মশার জ্বালা বড় জ্বালা, যায়না কোথাও বসা, কামড় দিয়ে রক্ত চুষে নানান জাতের মশা। সন্ধ্যা হলে প্রতি ঘরে মশা থাকে ঠাসা, অন্ধকারে লুকিয়ে থাকে পায় না খুঁজে বাসা। আবর্জনা ময়লা জলে এসব মশার বাস, ঝাঁকে ঝাঁকে ভেসে বেড়ায় করে সর্বনাশ। ক্ষুদ্র হলেও এ প্রাণীটি ছড়ায় নানান রোগ, ভোঁ ভোঁ করে ঘুরে বেড়ায় সবাই থাকে যোগ। বিদ্যুৎ ব্যাট কয়েল স্প্রে
এতেও হয় না কাজ, ধোঁয়া ছিটিয়ে মশা তাড়ায় যত ধোঁকাবাজ। বিশাল অঙ্কের বাজেট থাকে মশক নিধন নিয়ে, চোখ বুঝে সব হাতিয়ে নেয় ছয়ে-পাঁচে দিয়ে। মশার লাভা বংশ বিস্তার করতে হবে রোধ, দুর্ভোগটাকে কে ঘোচাবে নেইতো কান্ডবোধ।

পূর্ববর্তী নিবন্ধবেশি বেশি করে বই পড়ুন
পরবর্তী নিবন্ধআমাদের পথের দিশারী