বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সর্বাগ্রে এগিয়ে থাকার আহবান

বিদায়ী সংবর্ধনায় বিভাগীয় কমিশনার

| বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো, কামরুল হাসান এনডিসি’র পদন্নোতি জনিত বদলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা ও মহানগর নেতৃবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান গত ২৬ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর আহবায়ক সাহেদ মুরাদ সাকু, জেলার সদস্য সচিব মো. কামরুল হুদা পাভেল, আবু শাঈদ মাহমুদ রনী, পুলক বড়ুয়া প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিভাগীয় কমিশনার বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের কল্যাণে এই দেশ স্বাধীন হয়েছে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁদের পরিবারের জন্য কাজ করছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে। তিনি বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সর্বাগ্রে এগিয়ে থাকার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াত বিদেশে ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী