বীরকন্যা প্রীতিলতা ৫, ভাগ্য মুক্তি পেল ২১ হলে

| শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

দেশের প্রেক্ষাগৃহে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে দুটি সিনেমা। এর একটি ‘বীরকন্যা প্রীতিলতা’, অন্যটি ‘ভাগ্য’। এর মধ্যে নুসরাত ইমরোজ তিশা ও মনোজ প্রামাণিক অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পেয়েছে দেশের পাঁচটি হলে। এগুলো হচ্ছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও মিরপুর, ব্লকবাস্টার, সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), ও জয় সিনেমাস (নয়া বাজার)

পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে। ব্রিটিশবিরোধী আন্দোলনের মুক্তি সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর ‘বীরকন্যা প্রীতিলতা’ নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছি এটি। খবর বাংলানিউজের।

এদিকে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার ও মুন্না অভিনীত ‘ভাগ্য’ নির্মাণ করেছেন মাহাবুবুর রশীদ। এতে আরো অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে ২১ হলে।

পূর্ববর্তী নিবন্ধমাঘী পূর্ণিমায় বেতার চট্টগ্রাম কেন্দ্রে প্রজ্ঞালোকের অমিয়ধারা
পরবর্তী নিবন্ধঅগ্নিদগ্ধ শারমিন আঁখির শারীরিক অবস্থার অবনতি