মাঘী পূর্ণিমায় বেতার চট্টগ্রাম কেন্দ্রে প্রজ্ঞালোকের অমিয়ধারা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

গীতিকবি রুমি বড়ুয়া চৌধুরীর গ্রন্থনায় আগামীকাল রোববার মাঘী পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রজ্ঞালোকের অমিয়ধারা’। অনুষ্ঠানটির ৫টি গানও রচনা করেছেন তিনি। গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় ছিলেন সজল কান্তি বড়ুয়া। সংগীত পরিবেশনায় ছিলেন সংগীতশিল্পী সলীল কান্তি বড়ুয়া, ত্রিদীপ কুসুম বড়ুয়া রানা, তাপস কুমার বড়ুয়া, তপন বড়ুয়া, শাশ্বতী তালুকদার, সাগরিকা বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, সুরঞ্জন মুৎসুদ্দি, তন্বী বড়ুয়া, সেঁজুতি বড়ুয়া, প্রিয়তি বড়ুয়া। জগত ও সংস্কারের অনিত্যতা বিষয়ে এবং তথাগত বুদ্ধের অমিয় বাণী সম্বলিত এই গানগুলি শ্রোতাদের ভালো লাগবে বলে জানান গীতিকবি রুমি বড়ুয়া চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধস্বামীর নামে পরকীয়ার অভিযোগ রাখির
পরবর্তী নিবন্ধবীরকন্যা প্রীতিলতা ৫, ভাগ্য মুক্তি পেল ২১ হলে