বিষ্টি ফুলের খই

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

বর্ষা মেয়ে ফর্সা আকাশ দেয় করে দেয় কালো
মেঘের মেয়ের চুলগুলো হয় ভীষণ অগোছালো।

মেঘের মেয়ে মেঘ-ডমরু বাজায় গুড়ুম গুড়ুম
খাচ্ছে পিসি লংকা ঝালের পেঁয়াজ মাখা হুড়ুম।

বর্ষা মেয়ের হাত ধরে মেঘ-মেয়ের সকল কাজ
টুপ টাপ টুপ রিম ঝিম ঝিম সকাল দুপুর সাঁঝ।

জলে ছুঁয়ে বেশ নেচে ওঠে পাতার সবুজ প্রাণ
রান্না ঘরে মায়ের হাতের ডাল-খিচুরির ঘ্রাণ

মেঘের মেয়ে বর্ষা মেয়ে এক অপরের সই
পুকুর জলে টাপুর টুপর বিষ্টি ফুলের খই।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি হবে
পরবর্তী নিবন্ধকি ছু জা না কি ছু অ জা না