‘বিষাদ ছুঁয়েছে মন’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

কবি আলমগীর হোসাইনের ‘বিষাদ ছুঁয়েছে মন’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব গত ৬ মার্চ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক ফাউজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক রাশেদ রউফ। আলোচক ছিলেন চবি অধ্যাপক ড. ফরিদ ফারুক, এমরান চৌধুরী, অরুণ শীল ও অমিত বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক কুতুবউদ্দিন বখতেয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিতেন্দ্র লাল বড়ুয়া, আরিফ চৌধুরী, ফারুক জাহাঙ্গীর, আবদুল হাকিম, পারভীন আক্তার, বেলাল হোসেন, বিবি ফাতেমা, বেলাল উদ্দিন, দীপিকা বড়ুয়া, মুজিবুল হক, অনুপম বড়ুয়া, আশরাফ আহমেদ, এনামুল হক রাশেদী, সামিয়া আফরিন সামু। দিলরুবা খানমের সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন মাসুদ তালুকদার ও যেবা সামিহা। সভাপতির বক্তব্যে ফাউজুল কবির বলেন, নবীন লেখকদের উৎসাহ প্রদানের মাধ্যমে আমরা ভালো লেখক সৃষ্টি করতে পারি। সবাইকে ভালোবাসতে হবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। তবেই আমরা সুন্দর একটি জীবনের সন্ধান পাবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্কুল পর্যায়ে নিষ্ঠার ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়
পরবর্তী নিবন্ধমানবসম্পদ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে