বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি

চবিতে শিক্ষার্থীদের মারধর ও সাংবাদিক হেনস্তা

চবি প্রতিনিধি | রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্দোলনরত চারুকলার শিক্ষার্থীদের মারধর ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মাহবুব হারুণ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেল। সদস্য হিসেবে আছেন চবি সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেবনাথ। সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আহসানুল কবীর পলাশ।

সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, চারুকলার শিক্ষার্থীদের ওপর হামলা ও সাংবাদিকদের হেনস্তার ঘটনায় চবি উপাচার্যের নির্বাহ আদেশে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কোনও সময়সীমা দেয়া হয়নি, যাতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে কমিটি।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করেন শাখা ছাত্রলীগের উপগ্রুপ ভিএঙ ও বাংলার মুখের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তার ও আরটিভির চিত্র সাংবাদিক এমরাউল কায়েস মিঠু। এ ঘটনায় তাৎক্ষণিক লিখিত অভিযোগ দেয় চবি সাংবাদিক সমিতি। পাশাপাশি নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করে।

পূর্ববর্তী নিবন্ধষষ্ঠ-সপ্তমের পাঠ্যবইয়ে কী সংশোধন আসছে
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতি কে হচ্ছেন জানা যাবে আজ