বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

 

রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন : সামাজিক সংগঠন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হাটহাজারী উপজেলার উত্তর বটতলী গ্রামের কাদেরীয়া শাহ্‌ আমিনিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা হেফজখানা ও এতিম খানার ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ, সোয়েটার, কম্বল এবং কার্পেট বিতরণ করা হয়েছে। গতকাল এসব বিতরণকালে উপস্থিত ছিলেন, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন জাহেদুল করিম বাপ্পী, ব্যাংকার ফারজানা আহম্মেদ, গভর্নিং কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলম, অধ্যক্ষ মাওলানা নজরুল, নগর তারা ফাউন্ডেশনের সভাপতি মুরাদ আহম্মেদ শাওন, রুবেল, জুমায়দুল হাসান, আরাফাত প্রমুখ।

রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রম ফতেয়াবাদ : স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রম ফতেয়াবাদে দুই শতাধিক দুঃস্থদের মাঝে বস্ত্রদান করা হয়। গতকাল বুধবার সেবাশ্রমের তত্ত্বাবধায় পূর্ণব্রতানন্দ মহারাজের সভাপতিত্বে ও কৃষ্ণ বণিকের পরিচালনায় অনুষ্ঠিত বস্ত্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন হরিগুণানন্দ মহারাজ, অনাথ বন্ধুধর, বিবেকানন্দ রায়, অধ্যাপক ত্রিদিপ রায়, কৃষ্ণ বণিক, রিমন মুহুরী, হারাধন দে, বাবলু ধর প্রমুখ। শেষে শতাধিক দুস্থদের মাঝে বস্ত্রদান করা হয়।

হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী পৌরসভার পক্ষ থেকে শীতার্ত গণপরিবহন শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে বাস সংগঠনের নেতৃবৃন্দের নিকট ২০টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মালিক সমিতির যুগ্ম সম্পাদক ফারুক খাঁন,চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক, শাহজাহান উপস্থিত ছিলেন।

রামপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থা : চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ও রামপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রধানমন্ত্রী কার্যালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। সংস্থার সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর শ্রমিককলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব। গত ২৩ জানুয়ারি এয়াকুব আলী বালিকা বিদ্যালয়ে মো. জাহিদ হাসানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জিনাত আরা বেগম, আব্দুস ছমদ, মো. মোস্তফা, বিলকিছ আক্তার, মানোয়ারা, শহিদুল ইসলাম সাজ্জাদ, শহিদুল আলম, মো. নুর হোসেন, নুরুল কাদের জুয়েল, রাশেদ প্রমুখ। বক্তারা প্রতিবন্ধীদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।

নগর স্বেচ্ছাসেবক লীগ : মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গোসাইলডাঙ্গায় বিনাগ লেইনে শীতবস্ত্র ও রান্না করা খাবার বিতরণ করেন প্রধান অতিথি মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান আজিজ। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোরশেদ আলী, অনিল কান্তি চৌধুরী, মিহির কান্তি দাশ, মনির উদ্দিন মনির, শাহাব উদ্দিন সাবু, সুমন দাশ গুপ্ত, স্বপন ঘোষ, রাহুল বড়ুয়া, অসিত বরন দে, শিবু চৌধুরী, মো. বাহার উদ্দিন, আবদুর রহিম জিসান, মো. রিমান, মাইকেল, ফারহান আসিফ, ইব্রাহিম খলিল তুষার প্রমুখ।

মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন : জেলা রেড ক্রিসেন্ট দফতরে পঃ বাকলিয়াস্থ মদিনা মসজিদ সংলগ্ন কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া এতিমখানার ছাত্রদের কম্বল বিতরণ করেন মরহুম মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি আসলাম খান ও সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার। এ সময় উপস্থিত ছিলেন মরহুম মমতাজ উদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা লায়ন আবু নাসের মোহাম্মদ রণি, কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা জেলা ইউনিটের কার্যকরী সদস্য মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইমু, জেলা ইউনিট কর্মকর্তা রফিকুল কাদের, এতিমখানার সহসুপার মওলানা হাফেজ আরমান আলম।

পূর্ববর্তী নিবন্ধশাবিপ্রবি নিয়ে চবি শিক্ষক সমিতির উদ্বেগ
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয় দিন দেশে ১৫ হাজারের বেশি রোগী শনাক্ত