বিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৬:২৮ পূর্বাহ্ণ

মানবতার বাতিঘর : নগরীর জালালাবাদস্থ সামাজিক সংগঠন মানবতার বাতিঘরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ গত ২৬ মার্চ সংগঠনের সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে স্থানীয় গুরামিয়া মাহমুদা খাতুন স্বাস্থ্য কেন্দ্র মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড যুবলীগের সভাপতি নাছের তালুকদার, আওয়ামী লীগ নেতা বখতেয়ার, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ভিপি আবু সাদাত মোঃ সায়েম, মিলেনিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সমাজসেবক আসাদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ডাঃ মনির আজাদ, উপদেষ্টা আবদুল জলিল, মাওলানা হারুনর রশিদ। এতে বক্তারা বলেন, সিয়াম সাধনার এ পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী দুস্থদের মাঝে তুলে দেওয়া এটিই মানবতার মূলক কর্ম। সংগঠনের যুগ্ম সম্পাদক আকতার হোসেনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন আবু তৈয়ব সোহেল, নারী নেত্রী রোকসানা আকতার, মনছুর আলী, বিধান, জামাল, রুহুল আমিন, ছাত্রলীগ নেতা সাহেদ, রায়হান, সাজিদ প্রমুখ।

২০নং দেওয়ান বাজার ওয়ার্ড : গতকাল বৃহস্পতিবার ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে সাবেক প্যানেল মেয়র, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীর নিজ উদ্যোগে অসহায় দরিদ্র, নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, সমাজের বিত্তবানরা যদি এই ধরনের কর্মকান্ডে এগিয়ে আসে তাহলে সমাজে কিছুটা হলেও হৃতদরিদ্র জনগণের ঈদ ও দৈনন্দিন জীবন যাপনে সহায়ক ভূমিকা পালন করবে। উক্ত ইফতার সামগ্রী বিতরণে সহযোগিতার জন্য ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকলকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু সুফিয়ান সিদ্দিকী, আবদুল্লা আল হারুন, মুসলিম আলী জনি, গিয়াস উদ্দিন, আব্দুল্লা আল নোমান, মোঃ জহির উদ্দিন, জসিম মঞ্জু, আবু জিহাদ সিদ্দিকী, মুজিব মাহিন, ইসতিয়াক আজিজ। আরও উপস্থিত ছিলেন হামিদুর রহমান, মোঃ শহিদ আলম, আলোড়ন বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ নারী অধিকার : বাংলাদেশ নারী অধিকার নেটওয়ার্ক চট্টগ্রাম বিভাগের লায়ন ইয়াছমিন কবিরের সার্বিক সহযোগিতায় পবিত্র রমজান মাসে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে গত ৩ এপ্রিল সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন এবং বাংলাদেশ কম্পিউটর সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। তিনি বলেন, পবিত্র এই রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাস আত্মত্যাগের মাস। এ মাসেই কোরআন নাজিল হয়েছিল। রমজান মাসে ত্যাগের মহিমায় কিছু করলে তা অধিক ছোয়াবের অধিকার লাভ করা যায়। লায়ন মোহাম্মদ কবিরুল ইসলামের প্রতিষ্ঠিত ট্যালেন্ট পাবলিক স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী অধিকার নেটওয়ার্ক নেত্রী লায়ন ইয়াছমিন কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রায় ২০০ গরীব ও দুস্থ পরিবারের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী তুলে দেন। শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পটিয়া ক্রিকেট একাডেমি : পটিয়া ক্রিকেট একাডেমির উদ্যােগে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ডা. সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দীন, শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হক, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল করিম, সাংবাদিক আ... সেলিম। প্রধান প্রতিথির বক্তব্যে দিদারুল আলম দিদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি প্রতিটি এলাকায় খেলাধুলার ব্যবস্থা করেছেন। পটিয়ার এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পটিয়ার ক্রীড়াঙ্গনের প্রাণ ফিরিয়ে আসবে।

..ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক : প্রতি বছরের ন্যায় পতেঙ্গায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রোজাদার ও পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতারের আয়োজন করে যাচ্ছে সামাজিক ও মানবিক সংগঠন আ..ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক। তবে গতকাল তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায় রোজাদার ও পথচারীদের জন্য ইফতার আয়োজনের সকল খরচ (১ দিনের) বহন করে। সংগঠনের পরিচালক জোবায়ের বাসার বলেন, সিয়াম সাধনার মাসে প্রত্যেকের উচিত সমাজের অস্বচ্ছল, পথচারীদের মাঝে এগিয়ে আসা। সাবেক মেয়র আ..ম নাছির উদ্দিনের নির্দেশে সংগঠনের সংকর্মী ও বন্ধুদের সহযোগিতায় প্রতি বছর এ আয়োজন করে আসছি এবং সাধারণ মানুষের মাঝে যথেষ্ট সাড়া পেয়েছি। এতে আরো উপস্থিত ছিলেনরানা, মেম্বার সুমন, অনিক, মুবিন, শাহাদাত, জামান, আরিফ, আরমান, ফটিক, নয়ন, মামুন, ইফতি, রাতুল, জয়ন, সজীব, মেহেদী, সুমন (মন্টু), রবিউল সহ আরো অনেকে।

বোয়ালখালী উপজেলা : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের সাথে চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জাহেদুল হকের মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সারোয়াতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দিদারুল আলমের সভাপতিত্বে এই মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেলের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান (মোনাফ), শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক জর্নাদ্দন চৌধুরী রঘু, জসিমুল হক, অনুপ দাশ, গিয়াস উদ্দিন সোহেল, সেকান্দর আলম বাবর, বশীর আহমদ, নুরুল আবছার, বেলী আকতার চৌধুরী, আবদুল করিম, সাদেক হোসেন রনি চৌধুরী কপিল উদ্দিন, হাসান চৌধুরী, মো: জাবেদ, মোয়াজ্জেম হোসেন, ওয়াহিদ মুরাদ রোমান, শীমুল খান, রাবেয়া আকতার রাবু, মো. আবু প্রমুখ।

শ্রমিকদল বাকলিয়া থানা: বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিকদল বাকলিয়া থানার ইফতার ও দোয়া মাহফিল এক কিলোমিটার একটি কমিউনিটি সেন্টারে গতকাল বৃহস্পতিবার থানা শ্রমিক দলের সভাপতি গুলজার হোসেন লেদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন।প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লা বাহার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন, আসাদুজ্জামান টিপু, মোহাম্মদ হানিফ, নুর মোহাম্মদ, আশরাফ রানা, মো. ফরিদ, মো. নুরুল ইসলাম, মো. সেলিম, মো. কবির হোসেন, ইমন হোসেন কামাল, মো: সাগর, মো. বেলাল প্রমুখ।

গাউছিয়া কমিটি পাহাড়তলী থানা : গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানার উদ্যোগে ইফতার মাহফিল শীর্ষক আলোচনা সভা ৩ এপ্রিল সংগঠনের সভাপতি আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ আবদুল খালেক, আলহাজ্ব মুহাম্মদ সিরাজ উদ্দিন চৌধুরী, সম্পাদক হাজী মুহাম্মদ ইউসুফ আলী, কাজী মুহাম্মদ আবদুল হাফেজ, মুহাম্মদ সাহাবউদ্দিন, মুহাম্মদ মাসুদ মিয়া, কামাল আহমদ মজু, হামিদুল ইসলাম হাসিব, মুহাম্মদ ইলিয়াছ সোহেল, মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ আবদুল কাইয়ুম, জাহিদুল ইসলাম জিকু, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ মনির হোসেন মনু, মুহাম্মদ কামাল হোসেন, মুহাম্মদ আবদুর রশিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধআল্লামা কাযী আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ওরশ আজ