বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

| সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

মহানগর মহিলা শ্রমিক লীগ : ২১ শে ফেব্রুয়ারিতে নাসরিন আকতার নাহিদার সভাপতিত্বে সকাল ১১টায় মিউনিসিপ্যাল মডেল স্কুল মাঠে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে ঈদগাঁ হালিশহরে অস্থায়ী অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, নগর সহ-সভাপতি জাহাছিয়ার নূর রুজি, সহ-সভাপতি নাজমিন আকতার রুবি, সদস্য লুৎফুর নাহার সোনিয়া, হালিশহর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক জিন্নাত আরা রুমি, সহ-সভাপতি রুমা শীল, ডবলমুরিং থানা কমিটির সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা এফলি, পাহাড়ীর থানা কমিটির সাধারণ সম্পাদক খালেদা নাসরিন, সহ-সভাপতি, আমেনা বেগম, সদস্য কামরুন নাহার, শান্তা শীল, নওরিন রোমেনা বেগম প্রমুখ।
শফিক বসাক এন্ড কোং চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ শে ফেব্রুয়ারি শফিক বসাক এন্ড কোং চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস কর্তৃক চট্টগ্রাম সরকারি কমার্স কলেজস্থ শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়। ভাষা দিবসের প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রাজীব সরকার (আইটিপি), এডমিন কাম এ্যাকাউন্ট্যান্ট কনক মল্লিক, প্রাক্তন ছাত্র নয়ন চন্দ্র দে (এসআই) সহ প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।
হাটহাজারী উপজেলা ছাত্রলীগ : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগ। হাটহাজারী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল নেতৃত্বে এক র‌্যালি নিয়ে হাটহাজারী উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে উপস্থিত ছিলেন ইরফান চৌধুরী নয়ন, শফিউল গনি পারভেজ, ফরহাদুল ইসলাম, মো. শামিম, মোহাম্মদ শাহেদ, মঈনু উদ্দিন সম্রাট, ইকবাল হোসেন, বি এম নুর উদ্দিন, মো. মোরশেদ, বিনয় সাহা, আবুল কালাম, শাখাওয়াত হোসাইন সাজিদ, মোঃ আরফাত, জে আর জাহেদ, আদিব ইসলাম মুন্না, জাহেদুল ইসলাম নয়ন, কে আই সাহেদ, মোহাম্মদ নবাব, মোঃ ফয়সাল, রাকিব হোসেন, মিফতাহুল হাসান, ইফতেখার ইরন, নুরুল হাসনাত সাগর, এ এন. আজিম, সাকিব হাসান, মেহেদী হাসান, শাকিল মেহেদী, ওয়েল শুভ, সাহেদ, সাবের সাজিদ, মিরাজ প্রমুখ।
পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে হাইদচকিয়া পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের উদ্যোগে ফটিকছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহিনুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ শাহীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, শিক্ষিকা অর্চ্চনা রাণী আচার্য, সঙ্গীতা শীল, সাংবাদিক জিসান, তাওহীদ, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, বরুণ কুমার আচার্য, রুবেল শীল, আদেশ শীল, রণা শীল, ঝুমুর সর্দার, সোনারাম আচার্য, মানিক বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইন-শৃঙ্খলা রক্ষায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির অনুষ্ঠান