বিভিন্ন কলেজের ওরিয়েন্টেশন

| শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:০০ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ও চবি সাবেক উপাচার্য প্রফেসর আবদুল মান্নান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে চাই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবীত দেশপ্রেমিক স্মার্ট তারুণ্য। দেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে আজকে কলেজে পদার্পন করা নতুন ছাত্রছাত্রীদের দায়িত্ব নিয়ে আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি গতকাল ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজে শহীদ মিনারের ভিত্তি প্রস্তুর স্থাপন ও একাদশ শ্রেণির ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে শহীদ মান্নামাসুদ চত্বরে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কবি, সাংবাদিক কামরুল হাসান বাদল। বক্তব্য রাখেন কলেজে পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ জাকের আহমদ, পরিচালনা পরিষদ সদস্য ও কাউন্সিলর জিয়াউল হক সুমন, হারুণঅর রশিদ, সেকান্দর আজম, সুলতান সাঈদ হাসান চৌধুরী, উপাধ্যক্ষ মুহাম্মদ এহতেশামুল হক, অধ্যাপক আহমদ কবির, অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।

তাহেরমনজুর কলেজ : আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ছোট দারোগাহাট তাহের মনজুর কলেজের নবীনবরণ গতকাল বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোকতাদের আজাদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর, অধ্যাপক আবু ছগীর, জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রভাষক শারমিন আক্তার। প্রধান অতিথি বলেন, আলোকিত মানুষ ছাড়া দেশ ও জাতির উন্নতি সম্ভব নয়। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট আলোকিত স্মার্ট নাগরিক গড়ার প্রত্যয়ে কলেজ, স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করে যাচ্ছে। আমাদের এ প্রয়াস সফল হলে দেশ ও জাতি উপকৃত হবে।

কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ: কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস গত বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ নূর বানু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মো. ইব্রাহিম, ইকবাল আলী নেওয়াজ। বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক তাহামিনা আক্তার, অপরাজিতা বড়ুয়া, হাসনে হেনা চৌধুরী, এনামুল হক।

বরমা কলেজ : চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে ২০২২২৩ শিক্ষাবর্ষে নবাগত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস গত বুধবার অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি নাছরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য বলরাম চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, ডা. লোকমান হাকিম প্রমুখ।

শহীদ জিয়াউর রহমান কলেজ : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীর খন্দকিয়া চিকনদন্ডী শহীদ জিয়াউর রহমান কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডা. সুযত পাল। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য সৈয়দ নেচার উদ্দিন ভুলু, মনজুর আলম, নিলাদ্রী কুমার দে।

পূর্ববর্তী নিবন্ধকবি মাহবুব উল আলম চৌধুরী ছিলেন জাতীয় জীবনের অনন্য ভাষ্যকার
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে স্যোসিওলজি বিভাগের ওরিয়েন্টেশন