বিভাগীয় পর্বে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন

শেখ কামাল বাংলাদেশ যুব গেমস

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক চট্টগ্রাম জেলা দল। বিভাগীয় পর্বের গেমসে চট্টগ্রাম জেলা ১৮ টি স্বর্ণ পদক লাভ করে চ্যাম্পিয়ন এবং কুমিল্লা জেলা ১৬টি স্বর্ণ পদক লাভ করে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) . প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাসির উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের মহাসচিব তরফদার মো. রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ উপমহাসচিব আশিকুর রহমান মিকু, লে. কর্নেল মো. শফিকুল ইসলাম, আলহাজ্ব আলী আব্বাস, লে. কর্নেল মো. মনির উজ জামান ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহছান রোমেন। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর। প্রতিযোগিতার শেষ দিনে অনুষ্ঠিত ব্যাডমিন্টন ইভেন্টের সবকটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক চট্টগ্রাম। তরুন এককে চট্টগ্রামের সিফাত উল্লাহ, তরুন দ্বৈতে চট্টগ্রামের সিফাতমিরাজ জুটি চ্যাম্পিয়ন হয়। তরুনী এককে চট্টগ্রামের আইনাল তাজরিয়ান এবং তরুনী দ্বৈতে চট্টগ্রামের আইনাল এবং প্রতিভা জুটি চ্যাম্পিয়ন হয়। মিশ্র দ্বৈতে চট্টগ্রামের সিফাত উল্লাহ এবং আইনাল তাজরিয়ান জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পূর্ববর্তী নিবন্ধঅভিমানে ফুটবল ছাড়ার ঘোষণা সাফজয়ী আনুচিং মগিনির
পরবর্তী নিবন্ধআবারো হারল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স