অভিমানে ফুটবল ছাড়ার ঘোষণা সাফজয়ী আনুচিং মগিনির

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

২০১৫ সাল থেকে বাফুফের নারী ফুটবল ক্যাম্পে ছিলেন আনুচিং মগিনি। সর্বশেষ নেপালে সাফে চ্যাম্পিয়ন হওয়া দলে ছিলেন। এই প্রথম তিনি বাদ পড়লেন কোচ গোলাম রব্বানী ছোটনের ক্যাম্প থেকে। শনিবার ক্যাম্প থেকে বাদ পড়ার কথা শোনার পরই রাতে তিনি ফিরে গেছেন খাগড়াছড়ি। ক্যাম্প থেকে বাদ পড়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসে ফুটবল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই পাহাড়ীকন্যা। স্ট্যাটাসে তিনি লিখেছেন ‘আজকের পর থেকে ফুটবলকে বিদায়।

খাগড়াছড়ি থেকে আনুচিং জানান, ‘আমাকে একটু সম্মানজনকভাবে বিদায় দিতে পারতো। অনেক দিন ধরে ক্যাম্পে ছিলাম। সারাদিন অনুশীলন করালেন, জিম করালেন। বিকেলে বলে দিলেন বাড়ি চলে যাও, তুমি বাদ পড়েছো। এটা হতে পারে না। তাই আমি ফুটবল আর খেলবো না বলে সিদ্ধান্ত নিয়েছি।’ ক্যাম্প থেকে বাদ পড়ায় নিজে যেমন কষ্ট পেয়েছেন, তেমন কষ্ট পেয়েছেন তার পরিবার। ‘আমি শনিবার বিকেলে যখন বাবাকে ফোন করে বললাম বাড়ি চলে আসছি, তখন তিনি জানতে চেয়েছিলেন কেন চলে আসছি? আমি কোনো উত্তর দিতে পারিনি। আসলে আমার খুব খারাপ লেগেছে। এভাবে বিদায় হবো ভাবতে পারিনি।’ বর্তমানে বাফুফের ক্যাম্পে সিনিয়র জুনিয়র মিলিয়ে মেয়ে আছেন ৬৮ জন। গত সাফ চ্যাম্পিয়ন হওয়া দুইজন বাদ পড়েছেন ক্যাম্প থেকে। অন্যজন হলেন সাজেদা। আর নতুন ঢুকেছেন বসুন্ধরা কিংসের জাপানী বংশোদ্ভূত ফুটবলার সুমাইয়া, কাচাড়িপাড়ার আফরোজা খাতুন, নাসসির এসসির আইরিন আক্তার, ব্রাহ্মণবাড়িয়া এফসির সাগরিকা (অনূর্ধ্ব১৭)। আনুচিংয়ের বাদ পড়া প্রসঙ্গে নারী ফুটবলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমাদের ক্যাম্পের মেয়েদের পারফরম্যান্স সবসময় পর্যবেক্ষণে থাকে। সর্বশেষ লিগ, ক্যাম্পের অনুশীলন সবকিছুর পারফরম্যান্স দেখেই আমরা বিচার করি। পারফরম্যান্স খারাপ করলে টিকে থাকার সুযোগ নেই। কারণ, আমাদেরকে নতুনদের জায়গা দিতে হবে। এদিকে জাতীয় দল থেকে বিদায় নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার ইচ্ছা যেমন আছে, দোটানাও কম নয় আনুচিংয়ের। ‘শীর্ষ স্থানীয় একটি ক্লাব থেকে ফোন করেছে তাদের হয়ে খেলার জন্য। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। বুঝতে পারছি না কি হবে? কেননা, এখন জাতীয় দলে নেই এবং আপনারা জানেন জাতীয় দলে না থাকলে কোথাও দাম থাকে না।’

পূর্ববর্তী নিবন্ধশীতকালীন ক্রীড়ার অ্যাথলেটিক্সে রাইসুল ও নিহা সেরা
পরবর্তী নিবন্ধবিভাগীয় পর্বে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন