বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শোকসভা

| মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল কান্তি ভৌমিকের শোকসভা সমপ্রতি বোয়ালখালীর সারোয়াতলীতে অনুষ্ঠিত হয়। বিপ্ল্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সভাপতি প্রধান শিক্ষক অঞ্জন কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্যের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন বণিক। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ ও সমাজ চিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন সানোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ শেখর দত্ত, অরবিন্দ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় শঙ্কর চৌধুরী, লাখেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব চৌধুরী, সাহিত্যিক ও ঔপন্যাসিক দুলাল মল্লিক, প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী, বাংলাদেশ বৈদিক পরিষদের কার্যকরি সভাপতি অরুন কান্তি মল্লিক, চিটাগাং ট্রাস্টের চেয়ারম্যান ডা. নারায়ণ মজুমদার, শারদাঞ্জলি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক অজিত কান্তি শীল, শিমুল ভৌমিক, শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ’৯৩ ব্যাচের শিক্ষার্থী শ্যামল দাশ। সভার শুরুতে প্রয়াত শিক্ষক বাদল ভৌমিকের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন এবং বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রয়াতের পরিবারকে শোকাঞ্জলি প্রদান প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষক বাদল কান্তি ভৌমিক ৩৭ বছরের শিক্ষকতা জীবনে আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে নিয়োজিত ছিলেন। ২৬ বছর শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় ও বাকি ১৩ বছর দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ে শিক্ষাদান করেছেন। এই গুণী শিক্ষক নতুন প্রজন্মের কাছে আদর্শস্বরূপ। শিক্ষক বাদল ভৌমিককে অনুসরণ করে বড়মাপের মানুষ হতে পারি।

পূর্ববর্তী নিবন্ধটেক্সি-টেম্পো চলাচলের অনুমতি প্রদানের দাবি
পরবর্তী নিবন্ধসমুদ্রে অপরাধ-দুর্ঘটনায় শাস্তির বিধান