টেক্সি-টেম্পো চলাচলের অনুমতি প্রদানের দাবি

বহদ্দারহাটে বিক্ষোভ সমাবেশ

| মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে টেক্সি-টেম্পো চলাচলের অনুমতি প্রদানের দাবিতে বহদ্দারহাট পুলিশ বঙের সামনে অটোরিকশা-অটোটেম্পো চালক শ্রমিকদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল গত রবিবার সংগঠনের যুগ্ম সম্পাদক মো. সোলেমানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। সভায় বক্তারা বলেন, কোভিড মহামারিতে গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের লকডাউন চলমান থাকায় অটোরিকশা-অটোটেম্পো চালক শ্রমিকদের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবনমান রক্ষা দুর্বিষহ হয়ে পড়েছে। নেতৃবৃন্দ অটোরিকশা-অটোটেম্পো চালক শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর অনুমতি প্রদান নতুবা খাদ্যসামগ্রী প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বহদ্দার হাট পুলিশ বক্স হতে বাদুরতলা জঙ্গিশাহ্‌ মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসন্ন বাজেটে যুবসমাজের উন্নয়নে বিশেষ বরাদ্দ জরুরি
পরবর্তী নিবন্ধবিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শোকসভা