বিনাজুরীতে চলছে চারা রোপণ কর্মসূচি

রাউজান প্রতিনিধি | শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:০৮ পূর্বাহ্ণ

রাউজানে প্রতিটি ইউনিয়নে চলছে গাছের চারা রোপণের কর্মসূচি। গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়ে চারা লাগাচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ ও স্কুল কলেজ মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা। গত তিন দিন ধরে এই কর্মসূচিতে থাকা বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্রলাল চৌধুরী বলেছেন, তার ইউনিয়নের জন্য রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ৩২ হাজার গাছের চারা দিয়েছেন।

এসব চারা রোপণ করা হচ্ছে সড়কের দুই পাশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গীনায়। বিনাজুরী হরিপদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাজিব চৌধুরী বলেছেন, তিনি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পাঁচ শত গাছের চারা রোপণ করেছেন। শিক্ষার্থীরা ২০১৭ সালে এখানে যেসব চারা রোপণ করেছিল সে সব গাছে এখন ফল ধরছে। এই সময়ে রোপণ করা চারা সঠিক পরিচর্যায় বেড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধ১০ দফা দাবি আদায়ে অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নির্দেশে উপকূলে গড়ে উঠছে সবুজ বেষ্টনি