এই দিনে

| সোমবার , ৬ মে, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

১৫৮৯ সংগীত জগতের প্রবাদ পুরুষ তানসেনের মৃত্যু।

১৬০৬ ফ্লোরেন্সের কবি ও চিত্রশিল্পী লোরেনৎসো লিপ্পির জন্ম।

১৬২৬ ওলন্দাজ বসতিকারীরা ভারতীয়দের কাছ থেকে ম্যানহাটান দ্বীপ কিনে নেয়।

১৬৩৫ জার্মান রসায়নবিদ ইয়োহান বেখেরএর জন্ম।

১৭৫৭ সাত বছরব্যাপী প্রাগ যুদ্ধে অস্ট্রীয়রা বিজয়ী হয়।

১৭৫৮ ফরাসি বিপ্লবী নেতা মাঙিমিলিয়্যাঁ রব্‌স্‌পিয়েরএর জন্ম।

১৮১১ ক্লোরোফর্মএর আবিষ্কারক জেমস ইয়ং সিম্পসনের মৃত্যু।

১৮৪০ ইংল্যান্ডে প্রথম ডাকটিকিট চালু হয়।

১৯৫২ মার্কসীয় তাত্ত্বিক ও বিপ্লবী সংগ্রামী রেবতী মোহন বর্মণের মৃত্যু।

১৮৫৬ মার্কিন মেরু অভিযাত্রী এডুইন পিয়ারির জন্ম।

১৮৫৬ অস্ট্রীয় মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডএর জন্ম।

১৮৫৯ জার্মান বিজ্ঞানী ও ভৌগোলিক আলেকজান্ডার ফন হামবোল্ডএর মৃত্যু।

১৮৭১ নোবেলজয়ী (১৯১২) ফরাসি রসায়নবিদ ভিক্তর গ্রিনিয়ারএর জন্ম।

১৯০৪ নোবেলজয়ী (১৯৭৪) সুইডিশ কথাশিল্পী ও কবি হ্যারি এডমুন্ড মার্টিনসনএর জন্ম।

১৯১৫ মার্কিন চলচ্চিত্রকার ও অভিনেতা অর্সন ওয়েল্‌সএর জন্ম।

১৯৩২ শিক্ষাবিদ ও সাহিত্যসাধক আলাউদ্দিন আল আজাদের জন্ম।

১৯৪০ সুরেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু।

১৯৪৯ নোবেলজয়ী (১৯১১) বেলজীয় কবি ও নাট্যকার মরিস মাতেরলিংকএর মৃত্যু।

১৯৫২ শিক্ষাবিদ ও মনস্তাত্ত্বিক ধারায় শিশু শিক্ষার পুরোধা মারিয়া মন্তেসরির মৃত্যু।

১৯৬১ রুমানীয় কবি, নাট্যকার ও দার্শনিক লুচান ব্লগার জন্ম।

১৯৭০ ব্রিটিশ পুরাতাত্ত্বিক জন ব্রিজলির মৃত্যু।

১৯৭৩ বৈজ্ঞানিক ও শিক্ষাবিদ ডা. সতীশরঞ্জন খাস্তগীরএর মৃত্যু

১৯৯১ পিকাসের আঁকা তিন কোটি ডলার মূল্যমানের চারটি ছবি চেকোশ্লোভিয়ার প্রাগস্থ ন্যাশনাল গ্যালরি থেকে চুরি হয়ে যায়।

২০১১ বীর উত্তম কাজী নুরুজ্জামানের মৃত্যু।

২০১৫ ভাস্কর নভেরা আহমেদর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল প্রযুক্তির প্রভাবকে কাজে লাগাতে হবে
পরবর্তী নিবন্ধরেবতী মোহন বর্মণ : সাম্যবাদী লেখক