প্রধানমন্ত্রীর নির্দেশে উপকূলে গড়ে উঠছে সবুজ বেষ্টনি

বৃক্ষরোপণ কর্মসূচিতে নোমান আল মাহমুদ এমপি

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার হয়েছে। উপকূলে সবুজ বেষ্টনি গড়ে উঠেছে। সংরক্ষিত বনাঞ্চল গড়ে তোলা হচ্ছে। প্রতিটি জেলাউপজেলা থেকে শুরু করে ইউনিয়নগ্রাম পর্যন্ত সরকারিবেসরকারি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হয়েছে। গত সাড়ে ১৪ বছরে সারাদেশে সবুজায়ন বৃদ্ধি পেয়েছে। সবুজায়নের বিপ্লব ঘটেছে। সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূল রক্ষা পাচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক গৃহীত ২০২৩ সালে ২৩ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ বাস্তবায়নে বোয়ালখালী উপজেলা প্রশাসনের ১ লাখ গাছের চারা রোপণের কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে বেয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সকল শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মাঝে প্রায় ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা ভাইসচেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম বাবুল, কৃষি অফিসার মো. আতিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিনাজুরীতে চলছে চারা রোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের নবীনবরণ আজ