বিনম্র শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৯:২৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা সংসদ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ বশরের সভাপতিত্বে বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশ, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, শরৎ চন্দ্র বড়ুয়া, শামশুল আলম, মাহাবুব আলম, মোঃ ইসমাইল প্রমুখ।

সম্মিলিত সামাজিক আন্দোলন : সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা সংগঠনের আন্দরকিল্লাস্থ মহানগরের অস্থায়ী কার্যালয়ে তুষার হাজারীর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, অ্যাড. কানুরাম শর্মা, স্বরুপানন্দ রায়, সুভাষ আইস, অজিত দাশ, কিরন শর্মা, প্রকৌশলী প্রদীপ কান্তি বিশ্বাস, হামিদ হোসাইন, সদস্য তাছিন রাজ্জাক, মো. রাসেল প্রমুখ।

মোবাশ্বিরা ফাউন্ডেশন : জাতীয় শোক দিবস উপলক্ষে মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরীর ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তব্য দেন, জসিম উদ্দিন খন্দকার, শেখ ফরিদ শাহিনুল আলম শাহিন, আনিসুর রহমান মানিক, মো. ইউসুফ আলী, এস এম আবু কায়েস প্রমুখ।

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আ’লীগ : ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলমের বাসভবনে আজিজুর রহমানের সভাপতিত্বে ও ইফতেখার আলম জাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, হাজী সিদ্দিক আলম। বক্তব্য রাখেন, মোস্তাকিম গোলাম রাব্বানী মনি, শাহীন আক্তার রুজি, আনিসুর রহমান, হোসেন বাদশা প্রমুখ।

ওমরগণি এমইএস কলেজ : জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন ওমরগণি এমইএস কলেজ অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দিকী, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী এবং অফিস কর্মকর্তাকর্মচারীবৃন্দ। সকালে পতাকা অর্ধনমিতকরণের পরই দিনের কর্মসূচি সূচনা হয়। কলেজ অডিটরিয়ামে উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিমের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। বক্তব্য দেন, অধ্যাপক আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী, প্রভাষক জেসমিন আক্তার, প্রভাষক ববি বড়ুয়া।

৪০নং ওয়ার্ড আ.লীগ : উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস যথাযোগ্য মযাদা ও কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। এ দিন ভোরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শোকর‌্যালি, আলোচনা সভা ও তবারুক বিতরণ করে এ সংগঠনটি। সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা নুরুল আবছার কন্ট্রাক্টর। সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী, হাজী ওমর ফারুক, হাজী নুর আহম্মদ, নুর মোহাম্মদ, হাজী সামসুদ্দিন, আলী আকবর চৌধুরী, জাফর আহমদ, সেকান্দর আজম, হাজী জসিম উদ্দিন চৌধুরী, হাজী মোহাম্মদ শাহাদাত, সাদেকুর রহমান, আবু সৈয়দ, শ্রী লিটন মহাজন, ওয়াহিদ হাসান, মো: ইউসুফ, সুকুমার শীল, বাবুল হক, অসীম নন্দী, নুরুল ইসলাম, ছাবের আহমদ, হাজী নাসির আহমেদ, হোসেন সুমন, মোঃ ইকবাল, সাজ্জাদ হোসেন, নূর মিয়া কোম্পানি, মনজুর আলম, দিদারুল আলম, নাজিম উদ্দিন নজু, মোঃ পারভেজ, মো: রায়হান, মো: ইব্রাহিম মো: বাপ্পি, মো: সায়মন, মোঃ মহিউদ্দিন সহ অন্যরা আলোচনা করেন। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এখলাছুর রহমান।

মহানগর যুব মহিলা লীগ : শোকাবহ আগস্টে বাংলাদেশ যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও ১৫ আগস্ট হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহানারা সাবের, সিনিয়র সদস্য জিন্নাত আরা, খানম তারা, সোনিয়া আজাদ, ইসরাত জাহান, কানিজ ফাতেমা, জিন্নাত আরা ঝুমা, সাবেকুন নাহার কলি, নাহিদা ইয়াছমিন, মেঘলা সুলতানা ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ মহানগরের নেতৃবৃন্দ।

এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ : নানা কর্মসূচির মধ্য দিয়ে ২২নং এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমামের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও অসহায়মেহনতী মানুষদের মাঝে খাবার বিতরণ। ২২নং এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা শুভ দত্তের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল, ইসমাইল সাকিব, অন্তর হোড়, টিপু দে, খায়রুল ইসলাম, মোহাম্মদ নিয়াজ উদ্দিন তামিম, নুর উদ্দিন রাকিব, রতন চৌধুরী, দিব্য খাস্তগীর, অর্ঘ্য বনিক, পরাক বিশ্বাস, মুশফিক হোসেন সাজিদ, অয়ন বড়ুয়া, অর্ঘ্য বিশ্বাস শিষ্য, রিফাত ইসলাম, অমিত ঋষি, মেহেরাজ আলিফ, মোহাম্মদ তৌহিদ, আজিজ রাহাত, আকিল, ইমতি, তামিম, তুহিন প্রমুখ।

২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগ : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে ওয়ার্ড ছাত্রলীগ নেতা তানজীল বিন রফিকের সভাপতিত্বে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল ইসলাম আসিফের পরিচালনায় বালুচরা একটি হোটেলে বিকাল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাদা কাজী আবদুল মালেক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজী হুমায়ূন আলম মুন্না, বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগ নেতা রেজাউল আলম রিপন, সাবেক ছাত্রনেতা রিদুয়ান আইয়ুব রিদয়, বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্‌বায়ক সদস্য শফিউল আলম, মো রিপন, রায়হান সায়েম প্রমুখ।

বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল, আলোচনা সভা, বোয়ালখালীর বিভিন্ন এতিম খানায় খাবার বিতরণ ও চারা বিতরণ করা হয়। বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কিষাণ চৌধুরী পলাশের সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পী এবং বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি খালেদ মাসুদ। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইরফানুল ইসলাম ইওয়াজ, সাজ্জাদ হোসেন, জয় দে, প্রিতম দাশগুপ্ত, ইরফান কাদের, অপু সিকদার, প্রীতম সিকদার, আরমান তৌহিদুল ইসলাম, মো. সাইমন, আলী আজগর, অমিত চৌধুরী, রায়হান, মামুন উদ্দিন, শহিদুল ইসলাম, ফাহিম, অভি, তাসিন, দেবেশ চক্রবর্তী, এমদাদ হোসেন, প্রিতম, আনন্দ, অজয় বড়ুয়া, জুনায়েদ চৌধুরী, আদিপ, নাফিস প্রমুখ।

এমপি মহিউদ্দিন বাচ্চু : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ মাহফিল নগরীর লালখান বাজার মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ..ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগ নেতা নইম উদ্দিন আহমেদ চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, শেখ মো. ইসহাক, লায়ন মোঃ হোসেন, আবু তাহের, সৈয়দ আমিনুল হক, প্রফেসর নিছার উদ্দিন মঞ্জু, হাজী বেলাল উদ্দিন, নুরুল আমিন, অধ্যক্ষ আসলাম হোসেন, মমিনুল হক, রেজাওল করিম কায়ছার, আতিকুর রহমান, সৈয়দ জাকারিয়া, সিদ্দিক আহমদ, আবুল কাশেম, সিরাজুল ইসলাম, আবদুল্লাহ আল ইব্রাহিম, রেজোয়ান আহমেদ, কায়ছার মালিক, লায়ন শওকত আলী, দিলদার খান দিলু, নাজমুল হক ডিউক, এরশাদ উল্লাহ, নাজিম উদ্দিন মজুমদার প্রমুখ।

রেজাউল করিম সিকদার যুব ফাউন্ডেশন : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যুবউন্নয়ন সংগঠন রেজাউল করিম সিকদার যুব ফাউন্ডেশনের উদ্যোগে লাভলেইন আবেদীন কলোনি অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, সুবিধাবঞ্চিত মানুষদের খাবারের আয়োজন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মো: জাহেদুল করিম বাপ্পীর সঞ্চালনায় ও সভাপতি কাজী গোলাম মোস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রেজাউল করিম সিকদার যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসহাব উদ্দিন।

মোটরচালক লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী মোটর চালক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরীর অক্সিজেন পশ্চিম শহীদ নগর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী মোটর চালক লীগ সভাপতি হাজী সিরাজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সহ সভাপতি কাবুল হোসেন দাড়িয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম খান, সহ সভাপতি আবদুল শুক্কুর পাঁচলাইশী, নুরুল আলম, নুরুল আলম নুরু, হাজী মো. আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাউদ্দিন, মিজানুর রহমান মেহেদী, আবুল কাসেম সরকার, নুরুল আলম, আবদুল মাবুদ, মোঃ আরিফ, আলমগীর গাজী, মো. সাইফুল ইসলাম, রবিউল হোসেন, মোস্তফা কামাল, আবদুল করিম মেকানিক, শহিদুল ইসলাম শহিদ, মাহমুদুল হক মাঝি, আনিসুজ্জামান খান, আবদুল সালাম, মাহাফুজা বেগম লিমা প্রমুখ।

চট্টগ্রাম বালিকা সদন : চট্টগ্রাম বালিকা সদনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১৬ আগস্ট) বিকাল ৩টায় নগরীর আমবাগানের ফ্লোরাপাস রোডস্থ প্রতিষ্ঠানের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ফারহানা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। এ সময় প্রধান শিক্ষক (মাধ্যমিক) নাসরিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক) সুলতানা আক্তার, প্রধান শিক্ষক (প্রাথমিক) ইয়াছমিন আক্তার, শিক্ষক ফারজানা শামীম, নাবিলা হাসান, উম্মে সালাম, হোসনে আরা বেগম, জাহান আরা বেগম, সাবরিনা মমতাজ, জান্নাতুল ফেরদৌস তুহিন, শ্রাবণী চৌধুরী, কুবরা ইলাহি ফারিয়া, সাজেদা বেগম, মাহাবুবা ইসলাম, খাইরুন্নেচ্ছা, নাসিমা আক্তার, রাজিয়া সুলতানা ও ইন্তেজার ইদ্রিস।

আদর্শে বঙ্গবন্ধু : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে আদর্শে বঙ্গবন্ধু চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ। সিটিসি কলেজ ছাত্রলীগের ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগঠক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহদাতের সঞ্চালনায় শোক র‌্যালী ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শাহেদ মিজান। এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মো. এরফান, মো. শহিদ, আনন্দ দেব নাথ, মো. রবিন, জয় দাশ, মো শাকিল, মো. সাইফুল, মো. রাকিব, মো. হুমায়ন মো. সাইফুদ্দিন, মো. আরমান, মো. রকনুজামান, মো. বিল্লাল, মো. কিবরিয়া, মো. আবির, মো. আশরাফুল, মো. জিহান, মো. আর্শেদ, হুমায়ন কবির, রতন বিশ্বাস, মো. সামির, মো. রাশেদ, মো. গোলাম মোস্তফা, ০মো. রাতুল, মো. শাহজাহান প্রমুখ।

যুবলীগ : ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শিখা প্রজ্বালন অনুষ্ঠানে এমপি মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্নের বাস্তব রূপ দিচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম চৌধুরী নোবেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন বাচ্চু উপরোক্ত মন্তব্য করেন। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন, আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, আবু সাইদ জনসহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মমতা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে মমতা। এ উপলক্ষ্যে রবিবার নগরীর হালিশহরস্থ মমতা প্রধান কার্যালয়ে দিনের শুরুতে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে পরিচালনা করেন হাফেজ মাওলানা আনোয়ারুল হক আযহারী। এছাড়াও শোক দিবস উপলক্ষে মমতার কর্মকর্তাকর্মীবৃন্দের অংশগ্রহণে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক। সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ সাবিহা মুসা, মমতার সাধারণ সম্পাদক মনসুর মাসুদ প্রমুখ। এছাড়াও শোকের মাস উপলক্ষ্যে মমতার প্রধান কার্যালয় ও শাখা অফিস সমূহের দৃশ্যমান স্থানে শোক দিবসের ড্রপডাউন ব্যানার প্রদর্শন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশুকেন্দ্রের দুস্থ, দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ, প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম, গ্রাহকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, স্বাস্থ্য ও চিকিৎসা উপকরণ বিতরণ, সংস্থার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন, অফিস চলাকালীন সংস্থার সকল দফতরে কর্মকর্তাকর্মীবৃন্দের কালো ব্যাজ ধারন, মমতা স্কুল এন্ড কলেজ ও মমতা কালচারাল ইনস্টিটিউটে শিশু কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন, আবৃত্তি ও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পশ্চিম বাকলিয়া : ৩নং ইউনিট আওয়ামী লীগ ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের উদ্যোগে পশ্চিম বাকলিয়া মদিনা মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন চৌধুরী, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ইউনুছ কোম্পানি, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, শফিউল বশর, আবদুল জব্বার খন্দকার, খায়রুল বসর বাসেক, অধ্যাপক মোঃ সোলাইমান হোসেন রাজু, মোঃ ইকবাল হোসেন, শাহেদুল আলম শাহেদ, ফজলে রাব্বি সুমন, সাগর আলী, সরোয়ার আলম, জাহাঙ্গীর আলম রানা প্রমুখ।

লালখান বাজার ওয়ার্ড : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলালের উদ্যোগে লালখান বাজার শহিদ নগর স্কুলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জিএম ফারুক, আকবর আলী, সদস্য নিজামুল বারী, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, সাধন সিং, আব্দুল মাজেদ আলি, মোস্তাক হোসেন ময়নাল, মো. রফিক ভান্ডারী, মো. ইব্রাহিম, জাকির হোসেন মাসুদ, মো. শাজাহান, তপন সিং, শহিদুল ইসলাম, নেতা আলমগীর হোসেন, মাসুদ রানা, এসএম তানভির, কাজী এমরান, আব্দুর রহিম, আক্তার হোসেন শাকিল, আব্দুল হালিম রুবেল, খালেকুজ্জামান বাবু, কাজী সালাউদ্দিন লাভলু, নাহিদ হোসেন রাসেল, আলাউদ্দিন, ইকবাল হাওলাদার, যুবলীগ নেতা সুজন পাল, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আহমেদ হাসান জুয়েল, রফিকুল ইসলাম রানা, সাইফুল ইসলাম মানিক, মো. সাহেদ, মো. মোস্তফা মুন্না, আরিফুর রহমান সজিব, মাইনুল সাকিব প্রমুখ।

খাতুনগঞ্জ লোডিং আনলোডিং শ্রমিক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহত্তর খাতুনগঞ্জ লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠন কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, আবুল হোসেন আবু। আরো উপস্থিত ছিলেন মোঃ সাবের আহমেদ, মোঃ রফিক, সংগঠনের মোঃ নসু, মোঃ বাবুল, মোঃ কাঞ্চন, মোঃ অলি উদ্দিন, মোঃ কালাম, মোঃ জাকির, মোঃ সালাম, মোঃ নান্নু, মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।

খাজা আজমেরী উচ্চ বিদ্যালয় : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়, খাজা আজমেরী কিণ্ডারগার্টেন এবং খাজা আজমেরী গ্রামার স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজব খাতুন দোভাষ এডুকেশান ট্রাস্টের সেক্রেটারী নজরুল ইসলাম বাহাদুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুর নাহার। উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মনিরুজ্জমান এবং উপধ্যক্ষ রাইখানী জান্নাত। অনুষ্ঠান সঞ্চালন করেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আবু বকর মোহাম্মদ মুহিববুল্লাহ।

হাটহাজারী উপজেলা ছাত্রলীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহির আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সায়েম তালুকদার, উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ওয়াহিদুল আলম রিয়াদ, আব্দুল আল মামুন, আবু মোহাম্মদ হোসাইন অভি, মোহাম্মদ আসিফ আলম, সাখাওয়াত হোসেন সাজিদ, আদিব ইসলাম মুন্না, মোহাম্মদ জাহেদ, রাওয়াদ আরনাফ, মো. শওকত হোসেন, নুর উদ্দিন, শরফু উদ্দিন রমি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে মনোয়ার ফাউন্ডেশনের চারা বিতরণ