বিদেশে ৬৪ টেস্টের মধ্যে ৫৪টিতেই হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

ক্যারিবীয়দের কাছে প্রথম টেস্টের হার আবারও প্রমাণিত হয়েছে, বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের বেহাল দশা। এখনও পর্যন্ত বিদেশের মাটিতে মোট ৬৪টি টেস্ট খেলেছে টাইগাররা। এর মধ্যে হেরেছে ৫৪টিতে। জিতেছে ৬টি এবং ড্র করেছে চারটি ম্যাচ।

২০০০ সালে টেস্ট খেলার মর্যাদা লাভের পর এখনও পর্যন্ত মোট ১৩৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি টেস্ট খেলেছে বিদেশের মাটিতে। ৬৯টি খেলেছে দেশের মাটিতে। মোট জয়ের সংখ্যা ১৬টি। ১০টি ঘরের মাঠে, ৬টি বিদেশের মাটিতে।

যে ৬টি বিদেশের মাটিতে জিতেছে বাংলাদেশ, এর মধ্যে দুটি রয়েছে এই ওয়েস্ট ইন্ডিজেই। ২০০৯ সালে সাকিবের নেতৃত্বেই ওই দুই টেস্ট জিতেছিল টাইগাররা। বাকি ৪ জয়ের মধ্যে একটি নিউজিল্যান্ডের মাটিতে, ১টি শ্রীলংকার মাটিতে এবং ২টি জিম্বাবুয়ের মাটিতে।

পূর্ববর্তী নিবন্ধদলে যোগ দিতে ওয়েস্ট ইন্ডিজ গেলেন শরিফুল
পরবর্তী নিবন্ধহ্যান্ডবল লিগের নামে চলছে জলকেলি খেলা