বিদেশে সম্পদের খোঁজ পেলে জরিমানা

আসছে নতুন আয়কর আইন

| মঙ্গলবার , ৬ জুন, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

নতুন একটি আয়কর আইন আসছে, যার আওতায় বিদেশে সম্পদের খোঁজ পেলে জরিমানার সম্মুখীন হতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে গতকাল সোমবার এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, বিদেশে সম্পদ থাকলে আয়কর রিটার্নে তা উল্লেখ করতে হবে। যদি কেউ বিষয়টি উল্লেখ না করে এবং এনবিআর অনুসন্ধান চালিয়ে বের করেতাহলে বড় ধরনের শাস্তির বিধান থাকছে নতুন আয়কর আইনে। খবর বাংলানিউজের।

কানাডার বেগম পাড়া, মালয়েশিয়ার সেকেন্ড হোমসহ যেসব জায়গায় বাংলাদেশিরা অবৈধভাবে ধনসম্পদ করেছেনতাদের জন্য নতুন এ আয়কর আইন দুঃসংবাদ নিয়ে আসছে। এতে বলা হয়েছে, কোনো করদাতা যদি তার রিটার্নে বিদেশে থাকা সম্পদ প্রদর্শন না করেন, আর সেই সম্পদের খোঁজ যদি কর কর্মকর্তারা পান এবং ওই সম্পদ অর্জনের উৎস ও অন্যান্য বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারেন তবে কর কর্মকর্তারা জরিমানা করতে পারবেন। নতুন এ আইনের আওতায় কর কর্মকর্তা বিদেশে থাকা সম্পত্তির ন্যায্য বাজারমূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা ও আদায়ও করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধমন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই শুরু হচ্ছে নগর ভবনের কাজ
পরবর্তী নিবন্ধএই প্রথম মহাকাশ থেকে পৃথিবীতে সৌরবিদ্যুৎ পাঠালেন বিজ্ঞানীরা