বিতর্ক মনস্কদের কেউ ভুল পথে প্রলুব্ধ করতে পারে না

দৃষ্টি স্কুল অব ডিবেটের ২৫তম ব্যাচের উদ্বোধন

| রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৯:১৩ পূর্বাহ্ণ

‘মুক্তির জন্য যুক্তি’-স্লোগানকে সামনে রেখে দৃষ্টি স্কুল অব ডিবেটের ২৫তম ব্যাচের উদ্বোধন গতকাল শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাবসের ব্যুরো প্রধান কলিম সরওয়ার। অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মেজর (অব.) সাসসুদ্দিন আহমেদ চৌধুরী, ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, ব্যাংকার ও দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী, আইএলও প্রোমাম অফিসার বোরহান উদ্দিন শাওন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবের শাহ্‌, সাইফুদ্দীন মুন্ন্‌া, মুন্না মজুমদার, সুমাইয়া ইসলাম, হোসাইন সামী।
স্কুল অব ডিবেট উদ্বোধন করতে গিয়ে সাংবাদিক কলিম সরওয়ার বলেন, সাংস্কৃতিক ও বিতর্ক মনস্কদের কেউ কখনোও ভুল পথে প্রলুব্ধ করতে পারে না। ৪ মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বাংলা ও ইংরেজি মাধ্যেমের ১৫টি স্কুলের ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বারে সাপ্লাই চেইন রেসিলিয়েন্স শীর্ষক কর্মশালা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুকে পৌঁছে দেব নতুন প্রজন্মের মননে