বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিভাগে আইওটি প্রজেক্ট প্রোগ্রাম

| মঙ্গলবার , ৬ ডিসেম্বর, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আইওটি প্রজেক্ট প্রোগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম.আওরঙ্গজেব। বিভাগের শিক্ষক অভিজিৎ পাঠকের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর আ.ন.ম ইউসুফ চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, বিভাগের শিক্ষক মো. নুরুল আবছার প্রমুখ।

উপাচার্য বলেন, পৃথিবী আজ এগিয়ে চলছে প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তির মাধ্যমে আমরা অনেকগুলো কাজ খুব সহজে করতেই পারছি এখন।আগামী ৪র্থ শিল্প বিপ্লবের সাথে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আপনাকে হতে হবে অনেক বেশী সৃজনশীল ও কর্মদক্ষ।

প্রতিযোগিতাময় এই বিশ্বে একজন দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া এবং প্রজেক্ট তৈরী করতে হবে। বিভাগের শিক্ষার্থী প্রজ্ঞা দত্ত ও মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রদর্শনীতে ১৩টি প্রজেক্ট ছাত্র-ছাত্রীরা প্রদর্শন করে।

পূর্ববর্তী নিবন্ধআবার ঝুলে গেল নগর আ. লীগের সম্মেলন
পরবর্তী নিবন্ধহালিশহরে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা