বিচ্ছেদ নয়, ভালো থাক পৃথিবীর সকল ভালোবাসা

নেছার আহমেদ খান | শনিবার , ১৪ জানুয়ারি, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

ভালোবাসা যখন মহা সমুদ্রের উচ্চতা টেউ তখন দুজনের দুর্বলতা প্রকাশ করার রচনা করে হয়ে উঠে জমে ক্ষির। কিন্তু একটা নির্দিষ্ট সময় শেষে তাদের ফোন, টেক্সট, মেনশন, গভীর প্রেমগুলো আর থাকে না। নিজেরা অন্যভাবে ব্যস্ত হয়ে যায় কেউ হয়তো বন্ধু আড্ডায়, কেউ হয়তো একাকিত্বকে পুনরায় বরণ করে। সেই সাথে সম্পর্ক হালকা হয়ে যায় আর এক সময় বিচ্ছেদ।

মানুষ নতুনত্ব খুঁজে, নতুন নতুন প্রেমের মানুষ খুঁজে প্রতিটা নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়। আসলে তাদের নতুন মানুষদের প্রতি একটা মোহ কাজ করে এটা খুব লোভনীয় ব্যপার। জানতে চাওয়ার মোহ। যখন তা কেটে যায় বিচ্ছেদে রূপ নেয়।

সেই জন্যেই প্রত্যেকটি মানুষের উচিৎ তার ভালোবাসার মানুষকে প্রতিদিন নতুন করে, নতুন ভাবে ভালোবাসা। তার অভ্যাস, স্বভাবগুলোকে ভালোবাসা। হয়ে যাওয়া তার ছায়াবন্ধু। তাহলেই সম্পর্ক স্থায়িত্ব বাড়ে। কোনো সম্পর্ক ভোগে নয়, সম্পর্ক চর্চার জিনিস, যত্নের জিনিস। ভালো থাক পৃথিবীর সকল ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতির সাথে মন মাতাতে
পরবর্তী নিবন্ধতুমি এলে