বিএসআরএমের ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

| শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) ৫৮তম বার্ষিক সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল এই সাধারণ সভা হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কোম্পানির চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী সভায় শেয়ারহোল্ডারদের সামনে পরিচালনা এবং আর্থিক কার্যক্রম তুলে ধরে বলেন, মহামারীর কারণে কোম্পানি এ বছর আশানুরুপ মুনাফা অর্জন করতে পারেনি। তারপরও সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সভায় কোম্পানির ২০১৯-২০ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২০-২১ অর্থবছরের জন্য কোম্পানির পরিচালক এবং নিরীক্ষক নিয়োগ করেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসাইন পরিচালকমণ্ডলীর বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএসআরএম স্টিলসের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে হ্যাটট্রিক জয় চায় রফিকুল, ঠেকাতে মরিয়া আ.লীগ