বিএনপি ‘ইতিবাচক’ হতে পারেনি: কাদের

| রবিবার , ৩০ মে, ২০২১ at ১২:৪৯ অপরাহ্ণ

জাতীয় বাজেট নিয়ে বিএনপির ভাবনা হাজির করার জন্য ধন্যবাদ দিলেও তাতে সরকারের কোনো সাফল্যের কথা না দেখে হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নেতিবাচক রাজনীতি চর্চার মাঝেও আসন্ন বাজেট নিয়ে ২৪ দফা ভাবনা তুলে ধরায় তাদের ধন্যবাদ জানাই। খবর বিডিনিউজের।
এ ভাবনার মাঝেও সরকারের সফলতা বা অর্জনের কোনো একটি বাক্যও খুঁজে পেলাম না। বিএনপি যত ইতিবাচক ভাবনাই ভাবুক, তারা তাদের সেই সংকীর্ণতার বৃত্ত থেকে আজও বের হতে পারেনি। আসন্ন বাজেট নিয়ে এই মন্ত্রী বলেন, এবারের বাজেটে মহামারীর সঙ্কট মোকাবেলা এবং অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বহুমাত্রিক পরিকল্পনার সমন্বয় ঘটবে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার তাঁতী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কাদের। তাঁতী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাঁতীদের সাথে যাদের সম্পর্ক নেই, তারা তাঁতী লীগ করতে পারবে না। বিদেশের মাটিতে কেউ যেন তাঁতী লীগের দোকান খুলতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। তাঁতী লীগের সভাপতি মো. শওকত আলীর সভাপতিত্ব আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তাঁতী লীগের সাধারণ সম্পাদক বাবু খগেন্দ্র চন্দ্র দেবনাথ এ সময় বক্তব্য দেন।

পূর্ববর্তী নিবন্ধনারীর জন্য নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতের আহ্বান
পরবর্তী নিবন্ধদেশের অভ্যুদয় ও উন্নয়নে জিয়ার ভূমিকা অবিস্মরণীয়