নারীর জন্য নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতের আহ্বান

| রবিবার , ৩০ মে, ২০২১ at ১২:৪৬ অপরাহ্ণ

করোনা পরিস্থিতিতে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবার আলোচনা সভার পূর্বে শুক্রবার র‌্যালি বের করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘করোনাকালে গর্ভকালীন সেবা নিন, মাতৃ ও শিশু মৃত্যু রোধ করুন’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। র‌্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি ও এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, মেডিকেল অফিসার ডা. রুমি দাশ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া ও বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ। র‌্যালি পরবর্তী প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাসসহ নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করতে চিকিৎসক ও সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে সকল নারীর জন্য নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারলে নিরাপদ মাতৃত্ব দিবস সফল হবে।

পূর্ববর্তী নিবন্ধশিশু নিখোঁজ
পরবর্তী নিবন্ধবিএনপি ‘ইতিবাচক’ হতে পারেনি: কাদের