বিউটি পার্লার খাতের উন্নয়নে চিটাগাং উইম্যান চেম্বার কাজ করে যাচ্ছে

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আবিদা মোস্তফা

| বুধবার , ২৮ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

রূপচর্চার ক্ষেত্রে আধুনিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি, কারণ প্রযুক্তির উন্নয়নের ফলে পৃথিবীব্যাপী সব ক্ষেত্রেই পরিবর্তন ঘটছে। চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা গত ২৬ সেপ্টেম্বর অপ্সরা বিউটি পার্লারের উদ্যোগে তিন দিনব্যাপী মেক-আপ, হেয়ার অ্যান্ড ফেইস কেয়ারের অ্যাডভান্সড মাস্টারক্লাসের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, দেশের বিউটি পার্লার খাত বর্তমানে শিল্পে পরিণত হয়েছে। এই খাতের উন্নয়নে চিটাগাং উইম্যান চেম্বার সব সময় কাজ করে যাচ্ছে। তিনি ভবিষ্যতে যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অপ্সরা বিউটি পার্লারের কর্ণধার শিরিন লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক রেবেকা নাসরিন। তিনি প্রশিক্ষণ আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। সাংবাদিক ডেইজি মউদুদ বলেন, রূপ চর্চায় নারীরা অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি সচেতন। উদ্যোক্তা ও কর্মজীবী নারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নারীরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠছেন। রূপচর্চা শুধু সৌন্দর্য্য বিকাশের জন্য নয়, সুস্বাস্থ্যের জন্য জরুরি। বিউটিশিয়ান গীতি বিল্লাহ্‌ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক রূপচর্চার কাজে টিকে থাকতে হলে, আমাদেরকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। মেক-আপ, হেয়ার অ্যান্ড ফেইস কেয়ারের এডভান্সড মাস্টারক্লাস আয়োজনের জন্য উদ্যোক্তাকে ধন্যবাদ জানান। শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি সনদ বিতরণ করেন। এতে সহযোগিতায় ছিল চিটাগাং উইম্যান চেম্বার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএতিম অসহায় শিশুদের জন্য ব্যুফে লাঞ্চ
পরবর্তী নিবন্ধফেসবুকে প্রাথমিকের শিক্ষকদের মানতে হবে ৮ নির্দেশনা