বাড়াতে হবে মানুষে মানুষে সম্প্রীতি

পাপন বড়ুয়া | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

ইদানীং লক্ষ্য করা যাচ্ছে অনেক ডাক্তার-ইঞ্জিনিয়ার তাঁদের পেশা পরিবর্তন করে ফেলছেন। অনেকে প্রশাসনের দিকে ঝুঁকে পড়ছেন এবং প্রকৃত মেধাবী বলে ভালোও করছেন। এতে রাষ্ট্র বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে আমি মনে করি। কারণ, উক্ত পেশার কাজ অন্য কোন মেধাবী পেশাজীবি দ্বারা করা সম্ভব নয়। আবার পেশা পরিবর্তনও সবার গণতান্ত্রিক অধিকার।
শিশুবেলা থেকে যে ছাত্রটির স্বপ্ন ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার পর কেন সে পেশা পরিবর্তন করে ফেলছে? কী এমন হতাশা? নাকি সাম্প্রতিক সময়ে সাতকানিয়ায় মোটর সাইকেলে করে রোগী দেখতে যাওয়ার সময় জনৈক ডাক্তারকে ইউএনও কর্তৃক জরিমানা করার ঘটনা সাদৃশ্য কোন কারণ লুকিয়ে আছে? আত্ম অহংকারে ডুবে থাকা মানুষগুলো দেশকে কী দিতে পারবে জানি না। তবে এটা জানি, মানুষে মানুষে সম্প্রীতি না থাকলে, পেশার প্রতি পেশার সম্মান না থাকলে সে জাতি বেশী দূর এগিয়ে যেতে পারে না।

পূর্ববর্তী নিবন্ধঅবুঝ মনের বেহাল মানুষ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কি জলের নগরী হয়েই থাকবে?