অবুঝ মনের বেহাল মানুষ

সংগীতা স্বপন | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

করোনাটা বাড়ছে যেন মৃত্যু বানের তোড়ে
তবু মানুষ মরণ ভুলে জটলা করে মোড়ে।
শপিংমলে কেনাকাটায় মাতলো মহা সুখে।
এসব দেখে করোনাটার সাহস বাড়ে বুকে।
রাক্ষুসীরা রাত্রি আনে ঢেকে আলোর দিবা।
শোকের নহর বইয়ে দিয়ে নিভায় প্রাণের বিভা।
অবুঝ মনের বেহাল মানুষ ঘুরছে ভীষণ ভুলে।
এমনি করে দেশটা যাবে সর্বনাশের কূলে।
লকডাউনে বীরের মতো বুক ফুলিয়ে হাঁটে।
টাল- বাহানায় বাইরে ছুটে আড্ডা জমায় হাটে।
করোনাতে নেই কোনো ভয় মাস্ক পরে না মুখে।
নেই তো তাদের ভাবনা কোন অতিমারি রুখে।
করোনাতো মাতাল হয়ে ঘুরছে সারা দেশে।
বিষের ফণা মেলে দিয়ে মারছে ছোবল শেষে।

ধনী-গরীব নেই ভেদাভেদ কিংবা দুঃখী লোকে।
হাসপাতালে সিট খালি নেই মরছে ধুকে ধুকে।
আকাশ ভারী বাতাস ভারী আহাজারির কান্না।
তীব্র দহন মনের কোণে স্বজনহারা আর না।
নিয়ম মেনে স্বাস্থ্যবিধি মানতে পারি যদি
সুরক্ষাতে কাটবে জীবন সুস্থ নিরবধি।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর আরোপ শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেবে
পরবর্তী নিবন্ধবাড়াতে হবে মানুষে মানুষে সম্প্রীতি