বাড়বকুণ্ডে ৬৫০ অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ, গ্রেপ্তার ৪

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৬ নভেম্বর, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে অভিযান চালিয়ে ৬৫০ বোতল অবৈধ এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করে চারজনকে আটক করেছে পুলিশ। অভিযানকালে ৪টি অক্সিজেন বোতলসহ সিলিন্ডার কাটায় ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় সিলিন্ডার কাটায় জড়িত মূলহোতাসহ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে আটক চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, লোহার মূল্যবৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে অপরাধী চক্রের সদস্যরা কৌশলে বিভিন্ন স্থান থেকে সিলিন্ডার সংগ্রহের পর তা স্ক্র্যাপ করে বাজারে বিক্রি করতো। বাড়বকুণ্ডের আলী চৌধুরী পাড়া এলাকার পাহাড়ের পাদদেশে অবস্থিত এস এস ইন্ডাস্ট্রিজ নামক অবৈধ টায়ার কারখানার ভেতরে প্রতিদিন রাতের আধারে চলতো সিলিন্ডার কাটার কাজ। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে তার সত্যতা যাচাইয়ে বৃহস্পতিবার রাতে টায়ার কারখানার ভেতরে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চারজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী কারখানার ভেতরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৬৫০টি অবৈধ গ্যাস সিলিন্ডার বোতল, আটটি অক্সিজেন বোতলসহ সিলিন্ডার কাটায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাঝিরঘাট পরিবহন অফিসে আগুন
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় নতুন পেপার মিল বসানো হবে