বাড়ছে পানির দাম

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ৯:৪২ অপরাহ্ণ

পানির দাম ৫ শতাংশ বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। নতুন দর অনুযায়ী প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির জন্য আবাসিক গ্রাহকদের ১৩ টাকা ২ পয়সা এবং অনাবাসিক গ্রাহকদের ৩১ টাকা ৮২ পয়সা ব্যয় করতে হবে।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম ওয়াসার ৬৪তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় যা কার্যকর হবে আগামী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে। বাংলানিউজ

চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী এ কে এম ফয়জুল্লাহ বলেন, “পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৬৬ এর ২২ (২) ধারা অনুযায়ী পানির ইউনিট প্রতি দর ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা রয়েছে চট্টগ্রাম ওয়াসার। সেই অনুযায়ী পানির নতুন দর নির্ধারণ করা হয়েছে।”

এর আগে ২০১৯ সালের ৯ আগস্ট পানির দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি করে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় ওয়াসা কিন্তু মন্ত্রণালয় রাজি না হাওয়ায় গত বছরের ১ মার্চ দ্বিতীয় দফা পানির দাম পুনঃনির্ধারণ করে। সেই অনুযায়ী আবাসিকে পানির দাম ছিল ১২ টাকা ৪০ পয়সা এবং অনাবাসিকে ৩০ টাকা ৩০ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ২০ মনোনয়নপত্র বাতিল
পরবর্তী নিবন্ধপেকুয়ায় চেয়ারম্যান পদে ৫০ জনের মনোনয়ন বৈধ