বাহারছড়ায় ইটভাটায় অভিযান দুই লাখ টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৩০ পূর্বাহ্ণ

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে গতকাল শুক্রবার আবারও অভিযান পরিচালনা করে গাজী বিকস্‌ (জিবিএম) নামে এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রকার বিকালে বাঁশখালী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ও পরিবেশ অধিদপ্তরে সহকারি পরিচালক আশরাফ উদ্দিন। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যাতীত ইটভাটা স্থাপন, ইট পোড়াতে কাঠ ব্যবহার, কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহার করায় ইটপ্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ ধারায় ইটভাটার মালিক আজিজুল হক (৪৭) কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, বাঁশখালীতে যে কয়টি ইটভাটা রয়েছে তার মধ্যে ইলশা গ্রামে আধা কিলোমিটারের ব্যবধানে রয়েছে ৩টি ইটভাটা।

যেখানে ফসলি জমি থেকে মাটি কাটা থেকে শুরু করে নানা অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ চন্দনাইশের রাধামাধব সেবাশ্রমে মহোৎসব শুরু
পরবর্তী নিবন্ধগুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমে সংবাদ সম্মেলন